Posts

Showing posts from August, 2019

৩৭০ ধারা বাতিলঃ রেডস্টার, সিপিআই(এম-এল) এবং পিপল’স ব্রিগেড তীব্র বিরোধিতার পথে

Image
প্রেস বিবৃতি গত ৫ই আগস্ট অকস্মাৎ কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রপতির নির্দেশিকার মাধ্যমে সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা বাতিল করে দিয়ে জম্মু, কাশ্মীর ও লাদাখ-কে তিন টুকরো করে নিজেদের পূর্ণ কর্তৃত্বে আনার ব্যবস্থা করেছে। আমরা নিম্নলিখিত রাজনৈতিক দলগুলি একযোগে চরম স্বৈরাচারী, সর্বগ্রাসী ক্ষমতাকেন্দ্রিক এবং বিচ্ছিন্নতাবাদ ও সীমান্তে-যুদ্ধে মদত দানকারি এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করছি। আমরা মনে করি ভারতের সকল প্রদেশের সার্বভৌমত্ব, প্রতিটি ভিন্ন জাতির মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকারই দেশের জাতীয় ঐক্য রক্ষা করার প্রধান শর্ত। আমরা মনে করি জম্মু-কাশ্মীর সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত কেবল সেখানকার মানুষের গণতান্ত্রিক মতের ভিত্তিতেই নেওয়া যেতে পারে; এবং দেশের প্রতিটি প্রদেশের জন্যই তা সত্য। বিজেপি সরকারের এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আখেরে জাতীয় ঐক্যের পরিপন্থী এবং বিচ্ছিন্নতাবাদকে ব্যাপক ভাবে উস্কানি দেওয়ার কাজ করছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, জম্মু ও কাশ্মীরের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট গত বছরই তাঁদের রায়ে জানিয়েছেন যে, সংবিধানের ৩৭০ ধারাটি স্থায়ী ধারা। সুতরাং কেন্দ্রের সরকার এবং রাষ্ট্র...

Hiroshima - Nagasaki 1945: The real reasons behind the 20th century's most horrific war crime

Image
"Having found the bomb we have used it. We have used it against those who attacked us without warning at Pearl Harbor, against those who have starved and beaten and executed American prisoners of war, against those who have abandoned all pretense of obeying international laws of warfare. We have used it in order to shorten the agony of war, in order to save the lives of thousands and thousands of young Americans. We shall continue to use it until we completely destroy Japan's power to make war. Only a Japanese surrender will stop us [...]  We must constitute ourselves trustees of this new force--to prevent its misuse, and to turn it into the channels of service to mankind.   We thank God that it has come to us, instead of to our enemies; and we pray that He may guide us to use it in His ways and for His purposes". The above words are the words of an  imperialist war criminal . It was August 9, 1945 when U.S. President  Harry Truman  was delivering ...

ছিন্নমূল বাঙালীর স্পর্ধার শতবর্ষ

Image
সায়ন নন্দী হ্যাঁ, যে মানুষগুলো ভিটে মাটি ছেড়ে চলে এসছিল এক টুকরো জীবনকে হাতে নিয়ে; সম্বল ছিল শুধু ওই রিফিউজি ক্যাম্প, সেই বাঙালীর স্পর্ধার শতর্বষ।দামাল পদধ্বনীতে শতবর্ষে পা রাখল হাজার হাজার উদবাস্তুর লড়াইয়ের রসদ জোগানো প্রতিষ্ঠান  ইস্টবেঙ্গল ক্লাব। সেই শতর্বষকে কেন্দ্র করেই ক্লাবের প্রতিষ্ঠা দিবসে বেলঘড়িয়ার শ্যাম ভিলার মাঠে অনুষ্ঠিত হল এক অসাধারন অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বিভাগে ছিলাম না আমি। তবে পৃষ্টপোষকতার খাতিরে সমস্ত ইস্টবেঙ্গলীয়ানদের সাথেই ছিল এক নিবিড় হৃদয়তার সম্পর্ক। সুদীপ্ত বাবু যখন আমাকে  ফোনটি করে বলেন যে চল শতবর্ষটা এবার উদযাপন করি, মনের ভেতরে এক অদ্ভুত শিহরন হয়। ধীরে ধীরে এগিয়ে চলে অনুষ্ঠানের পরিকল্পনা। এক রাত্তিরে হঠাৎ মাথায় এলো যদি কিছু দুস্থ শিশুদের সাহায্য করা যায়। কালবিলম্ব করিনি খুব একটা। সঙ্গে সঙ্গে ফোনটাকে সাহস করে তুলে খুঁজে নিলাম সুদীপ্ত বাবুকে। সন্ধ্যে বেলায় ডাক পড়লো, সর্ব সম্মুখে দাড়িয়ে নিজের ভাবনা চিন্তার কথা জানানোর জন্য তলব হলো আমার। সমীরন বাবু সহ অন্যান্য সিনিয়রদের সামনে পেশ করলাম প্রস্তাব। সবাই এক কথায় রাজি। যদিও তার সাথে দায়িত্বও...