বাহাত্তর বছরে শিশু
বিমলকান্তি দাশগুপ্ত আজ শিশু দিবস ভারতে সাধারণতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল আজ তাঁর জন্মদিন। শিশুরা আজ মিলিত হবে বিদ্যালয়ে ক্লাবে নানা সামাজিক সংগঠনে গান নৃত্য অভিনয় কলাবিদ্যার যাবতীয় শাখার অভি প্রদর্শন চলবে সারাদিন আজ উৎসব শিশুদের। তবে যে মা, শিশুকে বাবুদের বারান্দায় শুইয়ে রেখে ভেতরে ঢুকেছেন ঘরের কাজে সহায়তা করতে একটু পরেই বেরিয়ে আসবেন, শিশুকে তুলে নিয়ে আর এক বাড়ি যাবেন করবেন একই দৃশ্যের পুনর্গঠন । যে শিশু ইটভাটায় কর্মরত মায়ের গা ঘেঁষে চলেছে সে নেই আজকের উৎসবে। যে শিশু চায়ের দোকানে কাপ ডিস ধোওয়ায় ব্যস্ত কাজ থামিয়ে দেখছে পথে গান গেয়ে চলা শিশুদের মিছিল। মালিকের ধমকে সম্বিত ফিরে কাজে মন লাগায় সে নেই আজকের উৎসবে। ফুটপাথে চটের শয্যায় শিশুকে দেখিয়ে পাশে হাত পেতে ব’সে মা— কিছু বাড়তি অনুগ্রহের আশা তার ওই শিশু নেই আজকের মিছিলে। উৎসব মানে আনন্দ উল্লাস। ...