‘রিলিফ’ ও বর্তমান পরিস্থিতিতে আন্দোলন প্রসঙ্গে নতুন দিশা
রিপোর্টঃ সায়ন ও নিমো লকডাউন এবং আমফানের বিপুল ক্ষয়ক্ষতি যখন একে অপরের সাথে প্রতিযোগীতা চালাচ্ছে , তখন ক্ষয়ক্ষতির ও অনুদানের পরিমাণ নিয়ে ঘৃণ্য রাজনীতিতে নেমেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। ত্রাণ বা রিলিফের কাজ প্রকৃতপক্ষেই রাজ্য এবং কেন্দ্র সরকারের কর্তব্য , সমস্ত দুর্দশাগ্রস্থ মানুষের কাছে রিলিফ পৌঁছে দেওয়া ও ক্ষতিপূরণ-এর ব্যবস্থা করা কেন্দ্র এবং রাজ্য সরকারের অর্থভাণ্ডার ছাড়া সম্ভবও নয়। কিন্তু পরিস্থিতি ঠিক তার উল্টো। কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থসাহায্যের কথা ফলাও করে বলা হলেও , গণবন্টন ব্যবস্থার করুণ পরিস্থিতির (যা কিনা স্বাধীনতার সময় থেকেই উন্নতিসাধন তো হয়ইনি উলটে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে) ফলে যার অধিকাংশটাই শাসক মদতপুষ্ট সুবিধাভোগীরা আত্মসাৎ করছে এবং বাকী ঘোষণা করা অর্থের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। দেখা যাচ্ছে রাজ্য সরকার ত্রাণ হিসাবে যে খাদ্যসামগ্রী বা ঘর নির্মাণের সামগ্রী প্রদান করছে তা অত্যন্ত নিম্নমানের এবং বাকী ক্ষতিগ্রস্ত অঞ্চলে সে সামগ্রী পাঠানোই হচ্ছে না। উলটে ত্রাণ পাচ্ছে মধ্যবিত্ত সুবিধাভোগীর...