আন-অর্গানাইজড সেক্টরগুলোতে রয়েছে আন্দোলনের স্ফূলিঙ্গ - সেই ইঙ্গিতই কী দিয়ে গেল গিগ ওয়ার্কার্সদের আন্দোলন
রিপোর্টঃ নিমো দেশের বিভিন্ন অংশে ফুড ডেলিভারি কর্মীদের বিক্ষোভ ইতিমধ্যেই ব্যাপক আকার ধারণ করেছে। মূলত প্যান্ডেমিকের দরুণ ব্যবসায়িক ক্ষতির দোহাই দিয়ে, ডেলিভারি রেট ও অন্যন্য ইন্সেন্টিভ অতিমাত্রায় কমিয়ে দেওয়াকে কেন্দ্র করেই শুরু হয় হরতাল । সুইগি কতৃপক্ষের তরফ থেকে ঘোষণা মারফত, ১০ই অগস্ট-এর পর থেকে কর্মীদের ডেলিভারি প্রতি পেমেন্ট ৩৫ টাকা থেকে কমিয়ে ১৫ টাকায় নামিয়ে আনা হয় এবং একইসাথে সাপ্তাহিক ও মাসিক ইনসেন্টিভ বন্ধ করে দেওয়া হয়। যার পর পরই গত ১৪ই অগস্ট চেন্নাইতে প্রতিবাদে নামেন কর্মীরা যার প্রভাব খুব তাড়াতাড়িই দিল্লী, কোলকাতা, হায়দ্রাবাদ সহ বিভিন্ন শহরের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর মধ্যে ২০শে অগস্ট সাউথ দিল্লির কর্মীরা এই জুলুমবাজির বিরুদ্ধে একজোট হয়ে বাইকর্যালি বা প্রতিবাদ অবস্থান করে বিক্ষোভ প্রকাশ করার পরে প্রতিবাদের রেশ আরো বাড়তে থাকে। গত ২২শে অগস্ট কোলকাতার ফুড ডেলিভারি কর্মীরাও একত্রিত হয়ে মিলিতভাবে বিক্ষোভ প্রদর্শন করেন। ১০ই অগস্ট-এর আগে প্রদেয় পেমেন্ট রেট ফিরিয়ে আনতে হবে; অবিলম্বে মাসিক ইনসেন্টিভ চালু করতে হবে;কাস্টোমার এর দেওয়া রে...