প্রসঙ্গ কিটেক্সঃ কেরলে কর্পোরেটদের সরাসরি পঞ্চায়েত দখলের কিসসা
সায়ন নন্দী টোয়েন্টি টোয়েন্টি !!! কি অবাক হচ্ছেন? না একদম হবেন না, কেরালার পঞ্চায়েত নির্বাচনে একটি কর্পোরেট কোম্পানী করে দেখালো এক অবিশ্বাস্য ঘটনা। সাল ২০১৫। ২০২০টা দ্বিতীয় ইনিংস মাত্র। ২০২০-র পঞ্চায়েত নির্বাচনে কেরালার কোচি থেকে মাত্র ২০ কিমি দূরে অবস্থিত একটা ছোট্ট পঞ্চায়েত কিজাখামবালাম'কে দখল করল কর্পোরেট কোম্পানী দ্বারা চালিত একটি দল(!), নাম টোয়েন্টি - টোয়েন্টি। একটি সমগ্র পঞ্চায়েত চলে গেল সরাসরি কর্পোরেট শক্তির হাতে এবং কর্পোরেটদের দালাল পার্টিগুলো রয়ে গেল ব্যাকসিটে। একটাই শুধুমাত্র নয়, তার সাথে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে মুজহুভাননুরে (১৯টা সিটের মধ্যে ১৫টা), ঐকারাননাডুতে (১৪-র মধ্যে ১৪টা), কুনাথুনাদে (১৬-র মধ্যে ১১টা) এবং ভেঙ্গোলায় (১১টার মধ্যে ৮টা)। কিজাখামবালামে ২০১৫-তে জয়ের ব্যবধান ছিল ১৯টার মধ্যে ১৭টায় (অন্য দুটি সিটে জয়ী হয় কংগ্রেস এবং সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া পরিচালিত কিটেক্সে'জাত দূষণ বিরোধী আন্দোলনের মঞ্চ 'অ্যাকশান কাউন্সিল এগেইনস্ট কিটেক্স পলিউশান') এবং ২০২০তে তা এসে দাঁড়িয়েছে ১৯টার মধ্যে ১৮তে। ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে, কিট...