ভবিষ্য ভারত
মুজফফর আহ্মদ গণবাণীঃ ৯ই সেপ্টেম্বর, ১৯২৬ [ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের এই মুহূর্তে ফিরে দেখা যাক পরাধীন ভারতবর্ষে খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য আন্দোলনরত কমিউনিস্টদের স্বাধীন দেশের স্বরূপ সম্পর্কে কিরকম দাবী বা ধারণা ছিল। এই প্রবন্ধে উত্থাপিত বক্তব্যের সঙ্গে আজকের দেশের অবস্থার তুলনা করলে সহজেই বোঝা যায় যে সত্যিই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে নাকি নিমজ্জিত হয়েছে কতিপয় ধনিকের 'কিয়জ্জন-তন্ত্র'-এ। ] আমরা এর আগে এক প্রবন্ধে বলেছি যে আমরা ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চাই ব্রিটিশ সাম্রাজ্যের ভিতরে নয়, বাহিরে। আজ সে কথাটা আরো খানিকটা পরিস্ফুট করে তুলতে চেষ্টা করব। ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে আসতে পারলেই যে স্বাধীনতা লাভ আমাদের হয়ে যাবে তা নয়। তখন যদি দেশের শাসনকার্য দেশের কিয়জ্জনের ইচ্ছানুযায়ী নির্বাহ হয় তাহলে আমরা কিছুতেই মেনে নিতে পারবো না যে সত্যিকারের স্বাধীনতা লাভ দেশে হয়েছে। সে অবস্থায় বিদেশি কিয়জ্জন-তন্ত্রের পরিবর্তে স্বদেশী কিয়জ্জন-তন্ত্র প্রতিষ্ঠিত হবে মাত্র, স্বাধীনতা প্রতিষ্ঠা হবে না। কাজেই স্বাধীনতার প্রথম শর্ত হবে গণতন্ত্রের প্রতিষ্ঠা। কাজের সুবিধার জন্য...