Posts

Showing posts from October, 2021

আর.জি.কর মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কালপঞ্জি

Image
ডেস্ক রিপোর্টঃ সুরজিত মণ্ডল গত ৪ঠা অক্টোবর থেকে আর.জি.কর মেডিক্যাল কলেজের ডাক্তারী শিক্ষার্থীরা অনশন করছে প্রিন্সিপাল ডাঃ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবীতে। অনশন এখনও চলছে। গত ৯ই আগস্ট ছাত্রছাত্রীরা প্রিন্সিপালের সাথে দেখা করতে যায় বিভিন্ন ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে কিন্তু তার সাথে দেখা করা যায়নি। কোনও শান্তিপূর্ণ সমাধানের পথেও এগোনো যায়নি। কলেজ কাউন্সিল/কর্তৃপক্ষ প্রথমদিকে তাদের দাবীতে কোনও আমল দেয়নি। যে ঘটনাটি ঘটে - রোহন কুণ্ডু, অভীক সেন ও আশিস পান্ডে, এরা তিনজন মিলে কলেজে একটি তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট খুলে ফেলে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে কোনও কথা না বলে। তারাই ছাত্র কাউন্সিলের দায়িত্ব অগণতান্ত্রিকভাবে গ্রহণ করার চেষ্টা করে। এখান থেকেই প্রাথমিকভাবে ঝামেলার সূত্রপাত। এরপর, ছাত্রছাত্রীরা যে দাবীগুলি তোলে, তার মধ্যে একটি হল, মহিলা শিক্ষার্থীরা যে লেডিস হোস্টেলে থাকত, ৯ই আগস্ট-এর কিছুদিন আগে একটি অর্ডার বের করে তাদেরকে কিছু না জানিয়ে বা তাদের কোন মতামত না নিয়ে অন্য একটি জায়গায় তাদের জিনিসপত্রগুলো স্থানান্তরিত করে দেওয়া হয়। ফলে ছাত্রছাত্রীদের যখন অনলাইন ক্লাস সমাপ্ত হয়ে অফলাই...

বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা প্রসঙ্গে কিছু টেক-হোম মেসেজ

Image
অনন্যা দেব ১. প্রথম পাওয়া খবর অনুযায়ী, ভারতবর্ষ এবং বাংলাদেশে দুর্গাপুজো চলাকালীন ১২ই অক্টোবর রাত্রে বাংলাদেশের কুমিল্লা জেলার একটি দুর্গা মন্ডপে সম্ভাব্য হনুমান বিগ্রহের পায়ের নীচে কোরান শরীফ রেখে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়। পরের দিন অর্থাৎ ১৩ই অক্টোবর সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন দুর্গা বিগ্রহ এবং হিন্দু মন্দিরের উপর আক্রমণ চলতে থাকে। এই ঘটনার প্রেক্ষিতে বলা উচিৎ, “ধর্মীয় মৌলবাদ নিপাত যাক; সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ নিপাত যাক” । ২. ঘটনাটি নিয়ে যে কথাগুলি উঠে আসছে তার সত্যাসত্য এখনো বিচার্য বিষয়। যদি আমরা ভারতবর্ষের বিভিন্ন অভিজ্ঞতার নিরিখে দেখি, এখানকার হিন্দু মৌলবাদীরা বারংবার মন্দিরে গরুর মাংস ফেলে দিয়ে এসে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এবং বেশ কিছু জায়গায় অনেক সময় ধরাও পড়েছে (২০১৫ সালে আজমগড়ের স্থানীয় একটি মন্দিরে আরএসএস-এর সক্রিয় সদস্য এক যুবক বোর্খা পরিহিত অবস্থায় গরুর মাংসখন্ড ছুঁড়ে পালাতে গিয়ে ধরা পড়ে যায়)। একইভাবে, ১২ই অক্টোবরের ঘটনায় ইকবাল হোসেনের নাম অভিযুক্ত হিসেবে বাংলাদেশ পুলিশের তরফে উঠে আসতে শুরু করেছে। ৩. পশ্চিমবঙ্গের বিগত বিধানসভা নির্বা...

ভারতীয় উপমহাদেশে বিপ্লব প্রচেষ্টায় কমিউনিস্ট পার্টি গঠনের ইতিহাস

Image
 সুমিত গাঙ্গুলি (সুমিত গাঙ্গুলি প্রাক্তন ছাত্র-যুব আন্দোলনের কর্মী এবং ক্রিকেট ইতিহসবিদ।)   [নিম্নোক্ত প্রবন্ধে উত্থাপিত মতামত লেখকের নিজস্ব। এই রচনা ২০১৭ সালের। ফলে বর্তমান প্রেক্ষাপটের নিরিখে কিছু পরিবর্তন ও সংযোজনের প্রয়োজনীয়তা আছে।  পাঠকদের কাছে আমাদের  অনুরোধ, কোনো রাজনৈতিক দল বা গ্রুপের সম্পর্কে তথ্যে ঘাটতি থাকলে আমাদের অবশ্যই জানান। প্রবন্ধ সেই অনুযায়ী আপডেট করা হবে। ] আ জকের এই পুঁজিবাদী - সাম্রাজ্যবাদী – নয়াউদারবাদী দুনিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে মেহনতি   মানুষের স্বার্থে লড়াই চলছে । এই লড়াই - এর মূল চালিকাশক্তি হল মেহনতি মানুষের একমাত্র হাতিয়ার মার্কসবাদ – লেনিনবাদের ভিত্তিতে গঠিত দলগুলি । কিন্তু বিভিন্ন মতাদর্শগত (১) সমস্যার কারনে পৃথিবীর সর্বত্রই তা নানান সমস্যার মধ্যে পড়েছে । তাই প্রয়োজন রয়েছে দ্বিতীয়   বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে বিশ্বজুড়ে এবং ভারতীয় উপমহাদেশে যে সমস্ত আন্তর্জাতিক   মঞ্চ ও দলগুলি কাজ করছে তাদের মতাদর্শ , উৎস ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা । সেই উদ্দেশ্য নিয়ে এই প্রবন্ধ   লেখা। জানিনা কতদূর সমগ্র বিষয়টিক...