হে পার্থ, আমাদের দিব্য দৃষ্টি দাও !!!
রূপক গায়েন পার্থ চ্যাটার্জীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার উন্মোচন একই সাথে রাজ্যের মমতা ব্যানার্জী-অভিষেক ব্যানার্জী ও তার সাঙ্গপাঙ্গদের দুর্নীতি এবং রাজ্যের বেকার শিক্ষকদের (প্যানেলে নাম ওঠা) ভবিতব্যকেও আরও একবার নির্লজ্জভাবে উপস্থাপিত করল। আমাদের দেশে ১৯৯১ সালে জাতীয় কংগ্রেসের লাগু করা নয়াউদারবাদী অর্থনীতির ধারা এক তীব্র আকার ধারণ করেছে বর্তমান বিজেপি সরকারের আমলে, আর এই অর্থনীতির মূল চরিত্রের একটি বৈশিষ্ট্য হল বেসরকারিকরণ। একই সাথে, বাড়ন্ত ফ্যাসিবাদের অ্যাজেন্ডা হিসেবে শিক্ষার কেন্দ্রীকরণও একটি গুরুত্বপূর্ণ পরিসর। ফ্যাসিবাদের এই লক্ষ্য বিজেপি সরকারের নয়া শিক্ষা নীতিতে খুব স্পষ্ট। বিভিন্ন আঞ্চলিক শিক্ষার ফাঁকফোকর তুলে ধরে, নিজের ধর্মীয় রাজনৈতিক ফান্ডাগুলোকে শিক্ষা ব্যবস্থার সাথে জুড়ে দিয়ে দেশজুড়ে সেই ধর্মান্ধতার বিষ গেলানোর প্রপাগান্ডা শুরু হয়ে গেছে। এই ধর্মান্ধতাই আড়াল করবে ধুঁকতে থাকা অর্থনীতিকে রক্ষা করার তাগিদে বেসরকারিকরণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ টানার যাবতীয় কম্পিটিশান। যদি আমরা রাজ্যের দিকে তাকাই এবং শুরু থেকে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে মূল্যায়ণের চেষ্টা ...