হবু শিক্ষকদের নিয়োগ আন্দোলনের বর্তমান পরিস্থিতি ও রাজ্য সরকারের অবস্থান
কাজী মহম্মদ আবুল হাসিব ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশানের নিয়ম অনুযায়ী প্রাথমিক স্তরে ছাত্র শিক্ষক অনুপাত ৩৫:১ হিসেবে রাজ্যের প্রাথমিক শিক্ষকের শূন্যপদ প্রায় ১ লাখ ২০ হাজার। ২০১৪ ও ২০১৭ মিলিয়ে এই মুহূর্তে টেট পাশ করা প্রশিক্ষিত প্রার্থী ২৪-২৫ হাজার। অথচ এতদিন পর যখন নতুন করে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হল তখন সেখানে শূন্যপদ মাত্র ১১ হাজার। আবার কত বছর পরে নতুন নিয়োগ হবে তার কোনো নিশ্চয়তা নেই। এরই বিরুদ্ধে ২০১৪ সালের পাশ করা প্রার্থীরা গত ১৭ই অক্টোবর থেকে করুণাময়ীতে আমরণ অনশন শুরু করেন। তাদের দাবী, আগে ২০১৪ সালের সমস্ত প্রার্থীদের নিয়োগ করতে হবে অর্থাৎ এই নিয়োগের ইন্টারভিউতে শুধুমাত্র ২০১৪ সালের পাশ করা ক্যান্ডিডেটরাই যেন ডাক পায়। তাদের এই দাবী অন্যায্য মনে হলেও আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে তারা এইরকম দাবী করতে বাধ্য হচ্ছেন। যারা অনেশনে বসেছিলেন তারা পরীক্ষা দিয়েছেন ৮ বছর আগে, এর মাঝে দু'বার এই সরকার পুনঃনির্বাচিত হয়েছে। কিন্তু নিয়োগের ব্যাপারে এরা উদাসীন। ভোট এলে মুখ্যমন্ত্রী "ডবল ডবল নিয়োগ" হবে বলে গলা ফাটালেও ভোট মিটতেই তিনি সেসব ভুলে যান। তাঁর দলেরই এ...