রিপিট টেলিকাস্ট
ঋদ্ধিমান বসু ২১শে জানুয়ারি, ২০২৩ মাসখানেক ধরে আমাদের একটা রিপিট টেলিকাস্ট দেখানো হচ্ছে, বা বলা ভাল গেলানো হচ্ছে; আবার নাকি করোনা (কোভিড ১৯) ভয়ংকর রূপ নিয়ে ফিরে এসেছে, তাই সবার উচিত সাবধান হয়ে অযৌক্তিক সব বিধিনিষেধ পালন করা। প্রিন্ট এবং ভিসুয়াল মিডিয়ার মাধ্যমে এই বার্তা ক্রমাগত জনমানসের মাথায় ঢুকিয়ে দেবার চেষ্টা চলছে। তবে খুব একটা সফল হচ্ছেনা। তার কারণ বুঝতে হলে আমাদের বিগত ৩ বছরের দিকে ফিরে তাকাতে হবে। এখানে কিছু তথ্য থাকবে, আর কিছু অনুমান বা বিশ্লেষণ (নিজের এবং অন্যদের)। ২০১৯ এর শেষের দিকে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে এক ভয়ংকর রোগ নাকি চীন দেশে আত্মপ্রকাশ করেছে, তার নাম দেওয়া হয়েছে কোভিড-১৯ (covid-19)। আরও শোনা গেল এটা নাকি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) ২০২০ র জানুয়ারির শেষে একে অতিমারী (pandemic) বলে ঘোষণা করল। প্যান্ডেমিক শব্দটার সঙ্গে আমার তেমন পরিচিতি ছিল না, আমি বড়জোর epidemic (মহামারী) শুনেছিলাম। এটা একদম নতুন ব্যাপার হলেও (আমার জন্মাবধি এরকম কখনও দেখার সুযোগ হয়নি), আমি তেমন বিব্রত হইনি; এমনকি কোভিড ভারতে ঢুকে পড়েছে এটা জানার পরও। ভারতের মত একটা...