Posts

Showing posts from March, 2023

আজকের এই বেকারত্বের যুগে নারী ক্ষমতায়নের প্রশ্ন

Image
অনন্যা দেব আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, ২০২৩ আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ও পারিবারিক কাঠামোতে মহিলারা বছরের পর বছর পারিবারিক নির্যাতনের শিকার হয়ে পরাধীনতায় যুগের পর যুগ কাটিয়ে যাচ্ছেন।এযাবৎকাল গোটা পৃথিবী জুড়ে  নারীর শোষণ মুক্তির লক্ষ্যে সামাজিক-রাজনৈতিক, বামপন্থী-নারীবাদী যত প্রকার আন্দোলন হয়েছে, তার মধ্যে থেকে উঠে আসা সর্বাধিক গ্রহণযোগ্য মত হল --  'পারিবারিক নির্যাতন থেকে মুক্তির জন্য প্রত্যেক নারীকে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে'।  কিন্তু এই অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য মহিলাদের যে কর্মসংস্থানের প্রয়োজন, তা-ই যদি না থাকে পর্যাপ্ত পরিমানে? আজকের এই বেকারত্বের যুগে কেমন আছেন নারীরা? দীর্ঘ বাম আন্দোলনের সাংস্কৃতিক প্রভাবে সীমিত স্তরে কিছু রাজ্যে এবং পরবর্তীতে সার্বিকভাবে সারা দেশে বিশ্বায়নের প্রারম্ভিক স্তরের ভুঁইফোড় প্রচারের ফলে মধ্যবিত্ত পরিবারের মহিলারা বিবাহ পরবর্তী জীবনে শ্বশুরবাড়ির নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় কর্মরতা জীবন বেছে নেওয়ার স্বপ্ন দেখেছিল। চাকুরীরতা স্ত্রীদের নিয়ে পরিবারের মধ্যেও শুরু হয় বাদ-বিবাদ। অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের মহিলাদের সারাদি...

কেন ৪২ দিনের আইএসএফ নেতৃত্বের কারাবাস পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশের অবনতির দ্যোতনা?

Image
অর্ক সাহা  ২০২১-এর পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনের প্রাক্কালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর প্রতিষ্ঠা হয়। এই পার্টি প্রতিষ্ঠার মুহূর্ত থেকেই তাদের রাজনীতি প্রসঙ্গে একটি প্রশ্ন উঠে আসছেঃ বিভিন্ন নিপীড়িত সামাজিক প্রতিনিধিত্বের (মূলত সংখ্যালঘু + দলিত + আদিবাসী) মেলবন্ধন ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাস্ত করার সরল সমীকরণের রাজনৈতিক লাইন আলাদা আলাদা করে ধরা এক একটা সামাজিক ফ্যাক্টরের পরস্পরের মধ্যেকার দ্বন্দ্ব ও মিথষ্ক্রিয়ার গাণিতিক জটিলতাকে গ্রাহ্য করে কি? উল্লেখ্য, বিতর্কিত ধর্মগুরু আব্বাস সিদ্দিকিকে বর্তমানে পার্টিগত কাজকর্মে আর দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আসন্ন পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ভাঙড়ে আইএসএফ তৃণমূল কংগ্রেস সমর্থিত কুখ্যাত সমাজ বিরোধী আরাবুল ইসলামের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। আরাবুলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ গত ২১শে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবসে সমাবেশ সমাপ্তির মুহূর্তে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির ডাকে আইএসএফ কর্মীরা এসপ্ল্যানেড চত্বরে পথ অবরোধ কর্মসূচী পালন করতে গেলে পুলিশি প্রতিরোধের সম্মুখীন হয়। নওশাদ সহ অন্যান্য আইএসএফ নেতৃত্বকে গ্রেফতার করে...