আজকের এই বেকারত্বের যুগে নারী ক্ষমতায়নের প্রশ্ন
অনন্যা দেব আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, ২০২৩ আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ও পারিবারিক কাঠামোতে মহিলারা বছরের পর বছর পারিবারিক নির্যাতনের শিকার হয়ে পরাধীনতায় যুগের পর যুগ কাটিয়ে যাচ্ছেন।এযাবৎকাল গোটা পৃথিবী জুড়ে নারীর শোষণ মুক্তির লক্ষ্যে সামাজিক-রাজনৈতিক, বামপন্থী-নারীবাদী যত প্রকার আন্দোলন হয়েছে, তার মধ্যে থেকে উঠে আসা সর্বাধিক গ্রহণযোগ্য মত হল -- 'পারিবারিক নির্যাতন থেকে মুক্তির জন্য প্রত্যেক নারীকে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে'। কিন্তু এই অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য মহিলাদের যে কর্মসংস্থানের প্রয়োজন, তা-ই যদি না থাকে পর্যাপ্ত পরিমানে? আজকের এই বেকারত্বের যুগে কেমন আছেন নারীরা? দীর্ঘ বাম আন্দোলনের সাংস্কৃতিক প্রভাবে সীমিত স্তরে কিছু রাজ্যে এবং পরবর্তীতে সার্বিকভাবে সারা দেশে বিশ্বায়নের প্রারম্ভিক স্তরের ভুঁইফোড় প্রচারের ফলে মধ্যবিত্ত পরিবারের মহিলারা বিবাহ পরবর্তী জীবনে শ্বশুরবাড়ির নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় কর্মরতা জীবন বেছে নেওয়ার স্বপ্ন দেখেছিল। চাকুরীরতা স্ত্রীদের নিয়ে পরিবারের মধ্যেও শুরু হয় বাদ-বিবাদ। অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের মহিলাদের সারাদি...