ভবিষ্যৎ হিন্দুরাষ্ট্রের ‘বর্তমান’ ইমেজ
সায়ন্তন দত্ত সেঙ্গোল হাতে প্রধানমন্ত্রীর সংসদ ভবনে প্রবেশের ভাইরাল হওয়া ইমেজ বিশালাকার প্রাসাদোপম স্থাপত্যের সামনে ধূ ধূ করা রাজপথ, যার উপর দিয়ে হেঁটে আসছেন সাদা ধুতি পাঞ্জাবী এবং ঘিয়ে রঙের জহরকোট-উত্তরীয় পরিহিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সারা দেশ দেখতে পাচ্ছে তাকে – টেলিভিশন ক্যামেরা তো বটেই, সরকারি দূরদর্শনের একাধিক ক্যামেরাপার্সন নানান অ্যাঙ্গেল থেকে ফলো করছে এই হেঁটে আসা টুকু। সরকারি লাইভ ইউটিউব সম্প্রচারের ( DD INDIA নামের ইউটিউব চ্যানেল ) ভিডিওটি যদি দেখি, দেখতে পাবো এই হেঁটে আসার মধ্যে অন্তত পাঁচবার ক্যামেরার অ্যাঙ্গেল বদল হয়েছে – চেষ্টা করা হচ্ছে বিশালাকার এই নতুন স্থাপত্যের সামনে দিয়ে প্রধানমন্ত্রীর হেঁটে আসাটুকু ফ্রেম বন্দী করে রাখতে। ফ্রেমে দেখতে পাচ্ছি ইতিউতি ছড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীদের, বিউগল হাতে কিছু মিউজিশিয়ানদের; আর ক্যামেরা যেহেতু সবসময়েই উদ্দিষ্টের চেয়ে বেশী দেখে, তাই মাঝে মাঝে দেখে ফেলছি গদার আকৃতির টেলিফটো লেন্স হাতে লোকজনদের দৌড়াদৌড়ি করতে। গতকাল, অর্থাৎ ২৯শে মে-র এই ইমেজগুলো যারা সকালবেলা লাইভ দেখছিলেন, তাঁদের কারো কারো কাছে তখনও বোধহয় একটু একটু ...