Posts

Showing posts from October, 2023

মগজ ধোলাই, যুক্তিবাদ, অন্তর্দৃষ্টি ও কিছু থট এক্সপেরিমেন্ট

Image
ঋদ্ধিমান বসু 'হীরক রাজার দেশে'-র সেই মগজ ধোলাই যন্ত্র আশা করি সবার মনে আছে। সেই মগজ ধোলাই-এর ঘরে বন্ধ করে একটা মন্ত্র, এক বা একাধিক জনের মাথায় ঢুকিয়ে দেওয়া হত। তারপর তারা সারাক্ষণ সেই মন্ত্রই আউড়ে যেত। তাদের নিজস্ব চিন্তাভাবনা বা বোধবুদ্ধি আর কাজ করত না। তারা একধরনের জম্বিতে পরিনত হত। ব্যাপারটা গোটাটাই রূপক। এই ছবিটা ইন্দিরা গান্ধী কৃত ইমার্জেন্সির (১৯৭৬-১৯৭৭) একটা স্যাটায়ার। সেখানে মগজ ধোলাই-এর যন্ত্র হয়ত সরাসরিভাবে কোন বাস্তব জিনিসের রূপক নয়। তবে আজকের দিনে আমাদের বাস্তব জীবনে এমন একটা জিনিস আছে যাকে সহজেই এই মগজ ধোলাই যন্ত্রের রূপক হিসেবে ভাবা যেতে পারে, আর তা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। সেটা আর কিছুই নয়, মেনস্ট্রিম। মেন্সট্রিম বলতে এখানে শুধুই মিডিয়ার কথাই বলছিনা। প্রিন্ট ও ভিস্যুয়াল সংবাদমাধ্যম ছাড়াও, টেলিভিশন, সিনেমা, পত্রপত্রিকা, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবেতেই নানান ব্যাপারে প্রোপাগাণ্ডা চলে, আমাদের সামনে একটা ন্যারেটিভ পেশ করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও বেশিরভাগ প্রভাবশালী ব্যক্তিও (ইন্টেলেকচুয়াল ও ইনফ্লুএন্সার) তাকেই সমর্থন করেন। তবে এই মেনস্ট্রিম ন্যারেট...

মুম্বাই শহর: শ্রমিকের লড়াই থেকে এনকাউন্টার

Image
সুমিত গঙ্গোপাধ্যায়   মুম্বাই, পুরোনো নাম বোম্বাই বা বোম্বে, যা ছিল একটি শিল্পোন্নত শহর, যেখানে শ্রমিকদের লড়াই একসময় ভারতের একমাত্র ব্যারিকেডের লড়াই সৃষ্টি করেছিল, আজ তা চলে গেছে পরিষেবার আধিপত্যে। শ্রম আইনের উপর নেমে এসেছে ক্রমাগত আক্রমণ, শ্রমিকদের সংগঠিত করার অধিকার, শিল্প প্রতিষ্ঠান দ্বারা  'নির্দিষ্ট-মেয়াদী কর্মসংস্থান' গ্রহণ করা 'হায়ার অ্যান্ড ফায়ার' নিয়মাবলী শহরটিকে মজদুরদের জন্য একটি কুৎসিত অভিজ্ঞতার নগরীতে পরিণত করেছে। পাবলিক ট্রান্সপোর্টগুলি অদৃশ্য হয়েছে, যার ফলে যাতায়াতের সমস্যা এবং মুম্বাইয়ের অস্বাভাবিক আবাসন পরিস্থিতি (নিশ্চিতভাবে যা বড় ডেভেলপার বা প্রোমোটারদের রাজত্বের চিহ্ন), ক্রমাগত বেঁচে থাকার লড়াই ও অন্যান্য সমস্ত কাজকে বিপর্যস্ত  করেছে। এই শহরে একদিন (১৯০৮) স্বাধীনচেতা মিল শ্রমিকরা লোকমান্য তিলকের রাষ্ট্রদ্রোহের জন্য ছয় বছরের কারাদণ্ডের প্রতিবাদে ছয় দিনের জন্য ধর্মঘট চালিয়ে তাদের রাজনৈতিক চেতনা দেখিয়েছিল। তাঁদের মধ্যে ১৫ জন ঔপনিবেশিক পুলিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান।  ১৮৫২ সালের আগস্টে, বোম্বে প্রেসিডেন্সির প্রথম রাজ...