প্রসঙ্গ প্যালেস্টাইন
রুমেলা দেব ভারতবর্ষ যখন আলোর উৎসবে-এ মাতোয়ারা সেই সময় মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে মারণস্ত্রের রোশনাই। প্যালেস্টাইনের গাজা স্ট্রিপ জুড়ে পড়শি রাষ্ট্র ইজরায়েলের এয়ারস্ট্রাইক, ড্রোন ও শহরের সমস্ত বর্ডার সিল করে শাণিত আক্রমণ। ধ্বংস হওয়া স্কুল, বিল্ডিং, হাসপাতালে শায়িত রক্তাক্ত নিরীহ শিশু সহ মানুষের আর্তনাদে বিশ্ব মুখরিত। আল আক্সা মসজিদে ইজরায়েলী বাহিনীর আক্রমণের প্রতিবাদে হামাস নামক প্যালেস্টাইনের সশস্ত্র স্বঘোষিত স্বাধীনতাকামী কট্টরপন্থী সাম্প্রদায়িক বাহিনীর ইজরায়েলে প্রবেশ করে হামলা থেকে অপহরণ এবং নিরীহ মানুষের জখম হবার ভিডিও বিপুল ভাইরাল হয়। মধ্যপ্রাচ্যে পুনয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনার ভয়াবহতা সৃষ্টি হয়। এই আক্রমণের প্রতিক্রিয়াতেই ইজরায়েলের পাল্টা আক্রমণ। হামাসের আক্রমণ নিন্দনীয় কিন্তু বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের অত্যাচার করে আসা ইজরায়েলের আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অবিলম্বে ইজরায়েলকে এই গণহত্যা থামাতে হবে। এই সময় দাঁড়িয়ে প্রতিটি মুহূর্তে গাজা ও ওয়েষ্ট ব্যাংক প্রায় ধ্বংসের মুখে। শিশু থেকে বৃদ্ধ সকলেই খাদ্য, বস্ত্র, পানীয় জল, ঔষুধ, চিকিৎসা, স্বাস্...