প্লাস্টিক অভিযান
বিমলকান্তি দাশগুপ্ত ২৮শে নভেম্বর, ২০১৮ ... আজ সকালে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার কর্মীরা হঠাৎ করেই প্লাস্টিক দূর করবার অভিযানে বেরিয়েছে। এলাকা বেলঘরিয়া বাজার। দোকানীদের কাছ থেকে প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করছে। আমার দেখা এলাকা- পোষ্ট অফিস থেকে ষ্টেশন। ফিডার রোড। সাফ ল্য খুব একটা আসবার কথা নয়। এক দোকানের সামনে এক যুবককে বলতে শুনলাম,- ‘আমি দেখতে পেয়েই ছুটে সবাইকে খবর দিলাম, ক্যারিব্যাগ সরিয়ে ফেল। হামলা আসছে’। বলেই মুখে সাফল্যের হাসি। সে হাসিতে আমি আরও দেখলাম রাজনীতির কর্মীদের বোকা বানাবার অহংকার। এ ধরণের প্রোগ্রামগুলি নেহাতই দলের কর্মীদের চাঙ্গা রাখবার কৌশল হিসেবে ব্যবহার করেন নেতাগণ। এর আগেও ঠিক এ ধরণের প্রোগ্রাম অনুষ্ঠান করেছে রাজনৈতিক দলের কর্মীরাই। এলাকা সেই বেলঘরিয়া বাজার। অনেক দোকানের মজুত ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করেছে রাজনৈতিক দলের কর্মীরা। ক্ষতিগ্রস্থ অসহায় দোকানদার তার প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে স্বগতে উচ্চারণে নোংরা বিশেষণে দল এবং তার কর্মীদের নেতাদের উদ্দেশ্যে। অভিজ্ঞতায় দেখেছি কয়েকদিন পরেই আগের অবস্থা ফিরে গেছে। প্রত্যক্ষ করলাম মাঝ বয়সী এক সম্পন্ন মানুষকে...