কেন্দ্রের শ্রমিক বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে ফের একজোট বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি
রিপোর্টঃ সায়ন রাষ্ট্রের অর্থনৈতিক ভাঁড়ারে ঘাটতির প্রভাব স্পষ্ট হওয়ার মুহুর্তেই শ্রমিকদের মজুরীর আশায় কালো মেঘের ঘনঘটা। লকডাউনের আবহে পুঁজিপতিদের হাত শক্ত করার জন্য শ্রম আইন এবং কর্মদিবসের নিয়মাবলীতে কেন্দ্র সরকার আনতে চলেছে বিরাট রদবদল। শ্রমিকদের যেখানে বর্তমান নিয়মানুসারে সাপ্তাহিক শ্রমের নির্ঘন্ট অনুযায়ী ৪৮ ঘন্টার শ্রমদিবস পালন করতে হত, সরকার সেই নিয়মের বদল করে সাপ্তাহিক ৭২ ঘন্টার শ্রমদিবস পালন করার ইঙ্গিত দিচ্ছে, যার ফলস্বরূপ বিগত দিনে দৈনিক শ্রমসময় যেখানে পালিত হত ৮ ঘন্টা করে, সেখানে বর্তমানে সরকার চাইছে দৈনিক শ্রমসময় পালিত হোক ১২ ঘন্টা করে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশানের স্বীকৃত নিয়মানুসারে যেখানে উল্লিখিত আছে শ্রমিকদের ৮ ঘন্টার অতিরিক্ত সময় কর্মদিবস পালিত হলে দৈনিক মজুরীর ৫০ শতাংশ প্রদান করতে হবে সেখানে কেন্দ্র সরকার সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মুনাফাখোরদের হাতকে শক্ত করার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে সরকারী ও বেসরকারী অফিসগুলোতে পিএফ এবং ইএসআই-এর ব্যবস্হা প্রচলিত আছে কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার তাও বাতিল করতে উদ্যোগি। সরকার থেকে শ্রমিকদেরকে আশ্বাস দেও...