ভয়াবহ থাবা

অনিন্দিতা রায় চৌধুরী

দিনে দিনে কমে যাচ্ছে মানবিকতার স্বচ্ছ রঙ।
     ভেসে উঠছে চোখের ক্যানভাসে
অভিশপ্ত সমাজের ভয়াবহ জীবাণু ছবি।
     যে কীটগুলো মিছিল করে ঢুকে পড়ছে
মানবদেহের শিরায় উপশিরায়।
     হঠাৎ গর্জে ওঠা রক্ত ফিনকি দিয়ে
বেড়িয়ে আসছে প্রতিবাদের ভাষায়।
     ভাঙতে হবে , জ্বালাতে হবে।
ছিনিয়ে নিতে হবে মানব-হৃদপিন্ড
     হিংস্রতার ব্যাখ্যায় পশু ও মানুষ সমকক্ষ।
মুহূর্তে মানুষ থাবা বসায় অপরকে
     প্রতাপশালীর থাবার শিকার আজ
নুন আনতে পান্তা ফুরায় সম্প্রদায়।
     ঝটিকা থাবায় রক্ত পিপাসু হাত
বিষ নখে টেনে নেয় সমাজের
                          ভালোবাসার রসকে,
সমাজ তাই আজ এত
                          ক্ষত - বিক্ষত - বিষাক্ত ।।


(চিত্র সংগৃহীত ফেসবুক থেকে)

                                                               
             

Comments

Popular posts from this blog

ঘটনার বিবরণ নয়, উপলব্ধি জরুরী; প্রসঙ্গ আর.জি.কর

ফ্যাসিবাদের উত্থানের যুগে সুবিধাবাদের রমরমা

কর্পোরেট হাঙরদের হাত থেকে লাদাখকে বাঁচাও!