নিউ টাউনের অ্যাক্সিস মলের সামনে চিত্রপ্রদর্শনী

 নিজস্ব সংবাদদাতা 

১৪ থেকে ২২শে নভেম্বর সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউ টাউনের অ্যাক্সিস মলের সামনে চলছে চিত্র প্রদর্শনী। আজ শেষ দিন। ঘুরে আসুন তাড়াতাড়ি। 'আর্ট থেরাপিঃ স্পিরিচুয়াল রিয়ালিটি' শীর্ষক এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সোলসান্স এবং শ্যাডো। করোনা অতিমারীর আবহে প্রদর্শনশালাগুলি বন্ধ থাকায় জনতার মাঝে চিত্র প্রদর্শনের এই উদ্যোগ অভিনব। 

কিছু নিদর্শনঃ






 


Comments

Popular posts from this blog

ঘটনার বিবরণ নয়, উপলব্ধি জরুরী; প্রসঙ্গ আর.জি.কর

ফ্যাসিবাদের উত্থানের যুগে সুবিধাবাদের রমরমা

কর্পোরেট হাঙরদের হাত থেকে লাদাখকে বাঁচাও!