নয়া কৃষি আইন বাতিলের দাবীতে এপিডিআর-এর মিছিল

রিপোর্টঃ রক্তিম ঘোষ  ও বহ্নিহোত্রী হাজরা


দিল্লীতে চলমান কৃষক আন্দোলনে কেন্দ্র সরকারের দমন-পীড়নের প্রতিবাদে ও নয়া কৃষি আইন বাতিলের দাবীতে ২রা ডিসেম্বর, ২০২০ মানবাধিকার সংগঠন এপিডিআর মিছিলের ডাক দেয়। মৌলালি থেকে বেলা ৩টেয় মিছিল শুরু হয় এবং ধর্মতলার কর্পোরেশন অফিসের সামনে যোগদানকারী আইএফটিইউ সহ  বিভিন্ন গণসংগঠনের তরফে সভার আয়োজন করা হয়। 





Comments

Popular posts from this blog

ঘটনার বিবরণ নয়, উপলব্ধি জরুরী; প্রসঙ্গ আর.জি.কর

ফ্যাসিবাদের উত্থানের যুগে সুবিধাবাদের রমরমা

কর্পোরেট হাঙরদের হাত থেকে লাদাখকে বাঁচাও!