পিপল'স ব্রিগেডের নেতৃত্বে বিধাননগরের ঝুপড়িবাসীদের ঘরে ঘরে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবীতে পৌরভবনে ডেপুটেশান

বিশেষ প্রতিবেদন

চিত্র ও ভিডিওঃ অকৈতব জানা 

আজ পিপল'স ব্রিগেডের নেতৃত্বে বিধাননগর এলাকার ঝুপড়িবাসীদের ঘরে ঘরে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবীতে পৌরভবনে ডেপুটেশান দেওয়া হল। বেলা ১২ টায় মিছিল শুরু হয় ৫নং ট্যাঙ্ক থেকে এবং পৌঁছায় বিধাননগর পৌরভবনে। শাসক দলের রক্ত চক্ষু উপেক্ষা করে ঝুপড়িবাসীরা মিছিলে অংশগ্রহণ করেন।


স্লোগান ওঠেঃ "চল্লিশ বছর পেরিয়ে গেল, দুই সরকার বদলে গেল, জল কারেন্ট আসবে কবে ?", "মোদীর ঘরে দিদির চ্যালা, দল বদলের ভন্ড খেলা, জল কারেন্ট আসবে কবে ?", "পাঁচটা বছর দিয়ে ফাঁকি, ভোটের আগে ফিনিক্স পাখি, জল কারেন্ট আসবে কবে ?"... 

পৌরভবনের প্রতিনিধিদের কাছে ডেপুটেশান দিয়ে এসে পিপল'স ব্রিগেডের কনভেনর কমঃ বাসুদেব নাগ চৌধুরী জানান যে পৌরসভার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মারফৎ কাজ চালানো হচ্ছে। তারা আন্দোলনকারীদের দাবীদাওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ১৫ দিনের সময় চেয়েছে। 



পৌরভবনের প্রতিনিধিরা আন-অথোরাইজড বা পাট্টাহীন বসতির অজুহাতে পানীয় জল ও বিদ্যুতের দাবী নাকচ করতে চাইলে পিপল'স ব্রিগেডের তরফে প্রশ্ন করা হয় যে ফুটপাথেও যেখানে জলের লাইন দেওয়া হয় সেখানে তিরিশ-চল্লিশ বছর ধরে বসবাস করা জনগণের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করা যাবে না কেন। তাছাড়া কো-অপারেটিভ প্রতিষ্ঠা করে কারেন্ট পৌঁছানোর উদাহরণও এ শহরে রয়েছে। এই প্রশ্নবাণে জর্জরিত হয়ে সরকারী আমলারা পিছু হঠে।  

১৫ দিন বাদে আবার আন্দোলনের পথে যাওয়া হবে বলে জানানো হয় পিপল'স ব্রিগেডের তরফে। এর মাঝে তৃণমূলী দুষ্কৃতিরা হুমকি দিতে এলে হাতা খুন্তি নিয়ে তৈরি থাকার আহ্বান জানানো হয়েছে। 

পিপল'স ব্রিগেডের কনভেনর কমঃ বাসুদেব নাগ চৌধুরীর বক্তব্য 


Comments

Popular posts from this blog

ঘটনার বিবরণ নয়, উপলব্ধি জরুরী; প্রসঙ্গ আর.জি.কর

ফ্যাসিবাদের উত্থানের যুগে সুবিধাবাদের রমরমা

কর্পোরেট হাঙরদের হাত থেকে লাদাখকে বাঁচাও!