ফুলেশ্বরের 'সাইনআপ ফাইবার্স' সংলগ্ন 'লেবার লাইন' দখলের প্রচেষ্টা রুখল 'সংগ্রামী শ্রমিক ইউনিয়ন'
নিজস্ব সংবাদদাতা, ৩১শে মে, ২০২১ উলুবেড়িয়ার ফুলেশ্বরে অবস্থিত "সাইনআপ ফাইবার্স" কারখানা সংলগ্ন শ্রমিক বসতি অঞ্চল বা 'লেবার লাইন'-এ আজ জেসিপি ক্রেইন এনে উচ্ছেদ প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানকার বহু প্রাচীন গাছ উপড়ে ফেলতে শুরু করা হলে 'সংগ্রামী শ্রমিক ইউনিয়ন'-এর সদস্যরা প্রতিবাদ শুরু করেন। ইউনিয়নের সভাপতি রামবচন সিং জেসিপি-র সামনে শুয়ে পড়ে পথ আটকান। শ্রমিকদের মিলিত প্রতিবাদে আজকের মত উচ্ছেদ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলেও আশঙ্কা কমছে না। উল্লেখ্য, ১৯৮৪ সালে অবন্তী কাঙ্ককরিয়া পূর্বতন হমুনাম কটন মিল কিনে নেন মাত্র ১ কোটি ৮৪ লক্ষ টাকায়। এভাবেই মফতলালদের হাত থেকে কারখানা 'কাঙ্ককরিয়া গ্রুপ'-এর হাতে চলে আসে জলের দরে। কারখানার পুরনো স্ক্র্যাপ ২ কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়। কারখানার নতুন নাম 'সাইনআপ ফাইবার্স প্রাইভেট লিমিটেড'। কিন্তু এই মালিকানা হস্তান্তরের সময়ে চুক্তিপত্রে শ্রমিক বসতি অঞ্চল 'লেবার লাইন' কাঙ্ককরিয়াদের অধীনস্থ হয়নি। এই অঞ্চলের জমির বর্তমান বাজার দাম ১০ কোটি টাকার কাছাকাছি কিন্তু একপ্রকার গায়ের জোড়েই এই জমি হাতিয়ে ফ্ল্যাট তৈরির পরিকল্পন...