চিলি: গেব্রিয়েল বরিক কি আলেন্দের উত্তরসূরি?
সুরজিত মন্ডল সাম্প্রতিক চিলির রাষ্ট্রপতি নির্বাচনে গেব্রিয়েল বরিক জয়ী হয়েছে। বরিক জয়ী হওয়ার ফলে সারা বিশ্বজুড়ে বামপন্থীদের মধ্যে উল্লাস এবং উন্মাদনা দেখা দিয়েছে। বরিকের পরিচয়, কোন রাজনৈতিক ধারা থেকে তার উত্থান এবং শুরু থেকে সে যে অবস্থানগুলো নিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কোন ধরনের রাজনৈতিক অবস্থান সে নিতে পারে এবং প্রেসিডেন্ট হিসেবে সংসদের কতটা সমর্থন লাভ সে করবে, তা নিয়ে এই আলোচনা। সম্ভবত, ওই দেশে এই প্রথম তথাকথিত নন-পার্টিজান বা অরাজনৈতিক ছাত্র সংগঠনের কোনো প্রতিনিধি সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করল। বরিক কোন রাজনৈতিক ধারা থেকে এসেছে, সেটা বুঝতে গেলে জানা দরকার চিলির রাজনৈতিক ইতিহাস। লক্ষণীয় যে সালভাডর আলেন্দে চিলির রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার তিন বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এয়ার স্ট্রাইক-এর মাধ্যমে তাঁর সরকারের পতন ঘটিয়েছিল; প্রতিষ্ঠিত হয়েছিল অগাস্টো পিনোশের সামরিক একনায়কতন্ত্র। সেই একনায়কতন্ত্রের শেষ লগ্নে ডানপন্থীদের মধ্যে থেকেই পিনোশের একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু হয় এবং বিভিন্ন বিরোধী জোট তৈরি হতে শুরু করে। এদের মধ্যে আমাদের দ...