দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ও ইংরেজ রাজপরিবারের বাস্তব রূপ
অদ্রিরাজ তালুকদার প্রয়াত হয়েছেন ইংল্যান্ডের মহারাণী দ্বিতীয় এলিজাবেথ। ইংল্যান্ডের লিখিত ইতিহাসে দীর্ঘতম শাসনকাল তার। তার মৃত্যুতে সারা পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ দয়াময়ী রাণীর জন্য শোকপ্রকাশ করছেন কেউ আবার মনে করিয়ে দিচ্ছেন ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিক ইতিহাস। ইংল্যান্ডের রাজতন্ত্র নিয়মতান্ত্রিক। নির্বাচিত সংসদই ইংল্যান্ডের প্রধান শাসকশক্তি৷ কিন্তু রাজপরিবার যে ক্ষমতা উপভোগ করে তা কি শুধুই নিয়মতান্ত্রিক রীতি-আচারে সীমাবদ্ধ? সেটা বোঝার জন্য আমাদের একটু ইতিহাসে ফিরতে হবে। ১৬৮৮তে ইংল্যান্ডে সামন্তবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়। এই বিপ্লবের প্রথম সারিতে ছিল ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, প্রতিবাদী পূর্বতন সামন্তপ্রভুসহ সাধারণ খেটে খাওয়া মানুষও। কিন্তু এই বিপ্লব শেষ হয় 'গণতান্ত্রিক' শক্তির সাথে রাজতন্ত্রের একটা সমঝোতার মধ্য দিয়ে। সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ রাজনৈতিক ক্ষমতার শীর্ষ হয়। কিন্তু একই সাথে নিজেদের বিশাল সম্পত্তি ও রাজনৈতিক আধিপত্য বজায় রাখার সুযোগ পায় রাজতন্ত্র ও পূর্বতন সামন্তপ্রভুরা। নিয়মতান্ত্রিকতার মধ্যেও তারা বিশে...