Posts

Showing posts from April, 2024

কেন্দ্র সরকারের ‘জাতীয় শিক্ষা নীতি’ – একটি শিক্ষা বিরোধী ইস্তেহার

Image
সুমিত ঘোষ প্রতিটি সরকার তার নিজস্ব চিন্তাধারা বা আদর্শের সমসাময়িক সমাজে বিরাজমানতাকে ব্যাপক করে তোলার উদ্দেশ্যে অনিবার্যভাবে শিক্ষা ব্যবস্থায় রদবদল ঘটায়। ভারতীয় প্রেক্ষাপটে কেন্দ্রে এবং রাজ্যে এর অন্যথা না হওয়াটাই সমাজ বিজ্ঞানের নিরিখে স্বাভাবিক। এই রদবদল নিছকই দলীয় আধিপত্য বিস্তার করতে সহায়ক হয়ে ওঠে যদি না নির্দিষ্ট ঐতিহাসিক মুহূর্তে বৈপ্লবিক পরিবর্তনের উদ্দেশ্যে জনতার ব্যাপক অংশগ্রহণ এই প্রক্রিয়াকে চালিত করে।   ৮০-এর দশক থেকেই অন্যান্য ক্ষেত্রের মত শিক্ষা ক্ষেত্রেও বেসরকারিকরণ জাতীয় কংগ্রেসের পলিসিগত অভিমুখ থেকেছে কিন্তু বহুবার জোট সরকার পরিচালনার বাধ্যবাধকতায় তা বিভিন্ন ভাবে হোঁচট খেয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আঞ্চলিক দলগুলি শিক্ষা প্রসারের ক্ষেত্রে খুব সদর্থক ভূমিকা রেখে এসেছে। বিহারের সর্বনিম্ন সাক্ষরতার হার থেকে শুরু করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের সংখ্যাগত অসমানতা, হরিয়ানায় সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার ছেলের হাজত বাস, উত্তর প্রদেশে অখিলেশ যাদব সরকারের আমলে দেশের সবচেয়ে খারাপ শিক্ষক-ছাত্র অনুপাত কিংবা বর্তমানে পশ্চিমবঙ্গে শিক্...

ফ্যাসিবাদের উত্থানের যুগে সুবিধাবাদের রমরমা

Image
শংকর ফ্যাসিবাদের উত্থান এবং কমিউনিষ্ট বিপ্লবী শিবিরে সুবিধাবাদের বাড়বাড়ন্তের মধ্যে কোনো সংযোগ আছে কি? দেখেশুনে মনে হচ্ছে, এই প্রশ্নের উত্তর ইতিবাচক। এমন নয় যে, অতীতে কমিউনিষ্ট বিপ্লবী শিবিরে সুবিধাবাদের কোন অস্তিত্ব ছিল না। কিন্তু বর্তমানে দেশে ফ্যাসিবাদীদের ক্ষমতাদখল এবং রাষ্ট্রের ক্রমশ ফ্যাসিকরণের আবহাওয়ায় এই সুবিধাবাদ যেন ফুলে ফলে ভরে উঠছে।   সম্প্রতি অন্ধ্রপ্রদেশের খাম্মামে তিনটি কমিউনিষ্ট বিপ্লবী দলের একীকরণ হল বলে প্রভূত ঢাক বাজানো হল। মনে হতে পারে দেশে ফ্যাসিবাদের উত্থানের এই সময়ে কমিউনিষ্ট বিপ্লবীদের মধ্যে এক পার্টিতে বিলীন হওয়ার এক মহা তাগিদ সৃষ্টি হয়েছে। যেন-বা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে কমিউনিষ্ট বিপ্লবীরা এতটাই সচেতন হয়ে উঠেছেন যে, তাঁদের দীর্ঘদিনের নিজস্ব খুপরি দোকানঘর চালানোর অভ্যাস ত্যাগ করে, গ্রুপ মানসিকতা ত্যাগ করে তাঁরা মহান ঐক্যের জন্যে নিবেদিত প্রাণ হয়ে উঠেছেন। যদি সত্যিই এমন হত তবে তা হত অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু এটা সত্যিকারের দুঃখের বিষয় যে, বিষয়টি এমন মোটেও নয়। কেন? কেন এমন কথা বলছি? এটি কি কোনো গোষ্ঠীগত দলাদলি? গোষ্ঠীগত ঈর্ষা? না, তা নয়। ...