গণিকাবৃত্তি সম্পর্কে ভ্রান্তি
অ্যালিন রসি [সুপ্রিম কোর্ট গণিকাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রবন্ধ প্রকাশিত হল। লেখিকা একজন পর্তুগীজ নারীবাদী। মূল প্রবন্ধ ইংরেজিতে প্রকাশিত হয় ২০১৯ সালে ‘গুইলোটিনা’ পত্রিকায়। প্রবন্ধের বঙ্গানুবাদ: ডিলিজেন্ট পত্রিকা।] ১: সংশোধনবাদ এবং বিতর্ক ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা গণিকাবৃত্তি সম্পর্কে ভ্রান্তি ও সংশোধনবাদ এটা বেশ আশ্চর্যজনক যে সমগ্র শ্রমিক আন্দোলনের ইতিহাসের বিরুদ্ধে গিয়ে এবং সেই সাথে রোজা লুক্সেমবার্গ, নাদেঝদা ক্রুপস্কায়া এবং এমা গোল্ডম্যানের মতো মহিলাদের বিশ্লেষণ অগ্রাহ্য করে আন্তর্জাতিকভাবে বামপন্থী শিবিরে যৌন দালালীর অবস্থান খুঁজে পাওয়া যাচ্ছে। পর্তুগালে গণিকাবৃত্তিকে বৈধ করার জন্য প্রচারের বেশিরভাগই সোশ্যালিস্ট পার্টি এবং লেফট ব্লকের দ্বারা করা হয়৷ ব্রাজিলে সোশ্যালিজম অ্যান্ড লিবার্টি পার্টি (PSOL)-এর পক্ষে থেকে এই বৈধকরণের বক্তব্য উঠে এসছে একটি আইনী প্রস্তাবের মধ্যে দিয়ে, যার ফলে তৃতীয় পক্ষকে বৈধভাবে একজন বারবনিতার আয়ের ৫০% পর্যন্ত আয় করতে দেওয়া হবে৷ ইউনাইটেড কিংডমে দ্বন্দ্ব লেবার পার্টির সঙ্গে। বিশ্বের প্রাচীনতম...