২৫শে জুন: দুই কোর্টের কিসসা!!!
অঙ্কিতা সরকার সারা পৃথিবী জুড়ে যখন একটা অর্থনৈতিক মহামন্দার পরিস্থিতি চলছে, ঠিক সেই সময় জনরোষকে দমন করার জন্য বিভিন্ন দেশে উগ্রডানপন্থী সরকারগুলো ক্ষমতায় আসছে। যেখানে সরাসরি উগ্রডানপন্থী সরকার ক্ষমতায় নেই, সেখানেও রাষ্ট্রের বিভিন্ন স্তম্ভের উপর তাদের প্রভাব যথেষ্ট বেশি। যেমন একটি উদাহরণ হল, সাম্প্রতিক ২৫শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক ন্যক্কারজনক রায় দিয়েছে যার ফলে মিসিসিপি অঞ্চলের নির্দিষ্ট গর্ভপাত বিরোধী আইনের পক্ষে সওয়াল করা হয়েছে।এই রায়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজ্যগুলোতে রিপাবলিকান পার্টি ক্ষমতায় আছে, সেখানে গর্ভপাত আইনত নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর্যায়ে পৌঁছে গেল এবং ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত রাজ্যগুলোতে এর কি ধরনের প্রভাব পড়বে সেটা আগামী দিনগুলোতে আমাদের দেখতে হবে। সাধারণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসমাজে গর্ভপাতের পক্ষেই একটা অবস্থান রয়েছে, কিন্তু তার সম্পূর্ণ বিরুদ্ধে অবস্থান করে, সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে।লক্ষণীয়, যে নয়'জন বিচারপতি ছিলেন, তাদের মধ্যে ছয়'জনই পূর্বতন ট্রাম্প জমানায় মনোনীত। তাদের মধ্যে পাঁচজনই পুরুষ, মা...