স্বাধীন প্রযুক্তি ও পুঁজির একনায়কতন্ত্র -উদ্ভাবন, গণতন্ত্র ও আধিপত্যের টানাপোড়েন

বঙ্কিম দত্ত ১ একটা সময় ছিল, যখন প্রযুক্তি বললে কেবল হাতের সরঞ্জাম-চাকা, লাঙল, টাইপরাইটার মনে ভেসে উঠতো। আজ প্রযুক্তি নিজেই হয়ে উঠেছে 'শক্তি'-এমন এক ক্ষমতা, যা নিয়ন্ত্রণ করে আমাদের সম্পর্ক, চিন্তাধারা, এমনকি স্বাধীনতার পরিধিও। এই সময়ে দাঁড়িয়ে, আমরা এক নতুন প্রশ্নের মুখোমুখি: প্রযুক্তি কি আজ শুধু উদ্ভাবনের ক্ষেত্র, নাকি পুঁজির সার্বভৌমত্বর একটি রূপান্তরিত মুখ? মার্কিন যুক্তরাষ্ট্রের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব-ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের সাম্প্রতিক দ্বন্দ্ব সেই প্রশ্নকেই জাগিয়ে তোলে। মাস্কের টেসলা রোবোট্যাক্সি প্রকল্পের গতি থামিয়ে দিতে ট্রাম্প রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারেন-এই আশঙ্কা প্রযুক্তির ভবিষ্যৎ নয়, বরং ক্ষমতার চরিত্র নিয়েই এক সতর্কবার্তা। ২ ইলন মাস্ক-একাধারে উদ্যোক্তা, স্বপ্নদ্রষ্টা, আবার বিতর্কের কেন্দ্রবিন্দু। তাঁর কোম্পানিগুলি-স্পেস-এক্স, টেসলা, নিউরালিঙ্ক-প্রযুক্তির ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী হলেও, তার চারপাশে গড়ে উঠছে এমন এক বলয়, যা ব্যক্তিমালিকানার ক্ষমতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, এমনকি রাষ্ট্রের বাইরেও। মাস্কের একক সিদ্ধান্তে টুইটারের নাম বদলে যায় 'x', মতপ্রক...