Posts

Showing posts from February, 2019

যুদ্ধ নয়, শান্তি চাই

Image
সৌগত দত্ত   লোকসভা ভোটের ঠিক প্রাকক্ষণেই পুলওয়ামায় হওয়া আত্মঘাতী জঙ্গিহানাকে কেন্দ্র করে সমগ্র দেশজুড়ে ভণ্ড দেশপ্রেমের হুজুগ তুলে যুদ্ধের বাতাবরণ তৈরি করার রাজনীতিতে যখন ব্যাপক মনোনিবেশ করেছে আর.এস.এস.-বিজেপি, ঠিক তখনই যুদ্ধের আহ্বানকে খারিজ করে শান্তির ডাক দিয়ে পথে নেমেছেন খেটে খাওয়া মানুষের দল। গত ২৪শে ফেব্রুয়ারি সি.পি.আই.এম.এল.(রেডস্টার) এবং পিপ্ল্'স্  ব্রিগেড আয়োজিত রামলীলা ময়দান থেকে ধর্মতলা অবধি যুদ্ধবিরোধী মিছিলে এমনই দৃশ্য চোখে পড়েছে। দীর্ঘদিনের বেকারত্ব, কাজের অনিশ্চয়তা, শ্রমিকদের মজুরিহীনতা, ফসলের অন্যায্য দাম, ঋণে জর্জরিত কৃষকদের লাগাতার আত্মহত্যার বাস্তব চিত্রকে মুছে ফেলে এবং বোফর্স-রাফায়েল কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাধারণ জনমানসে বিজেপির প্রতি উদ্ভুত সন্দেহকে সমূলে উচ্ছেদ করে ফেলার মাধ্যমে লোকসভা ভোটের মানচিত্রের চালচিত্রকে সম্পূর্ণ নিজের দিকে ঘুরিয়ে নেওয়ার যে ছক কষেছে বিজেপি-আরএসএস, তার প্রভাবে ভণ্ড দেশপ্রেমের জিগির ছড়িয়ে পড়েছে অলিগলিতে এবং যুদ্ধবাজদের প্রকাশ্য নেতৃত্বে পুলওয়ামার ঘটনাকে ঘিরে কেন্দ্রীয় সরকারের দিকে সওয়াল তোলা সাধারণ মানুষ, বুদ্ধিজীব...