Posts

Showing posts from January, 2023

প্রসঙ্গ যুবদিবস ২০২৩

Image
বিমলকান্তি দাশগুপ্ত   ১২/০১/২০২৩   ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্ম দিন। এই দিনটি ভারতে সরকারিভাবে পালিত হয় যুব দিবস হিসেবে। সে দিক থেকে দেখলে ভারতে আজ যুবকেরা নানা ভাবে দিনটি উদযাপন করবেন নিজেদের মতো করে। আশি ঊর্ধ্ব আমি; আজ অবশ্যই যুবক নই। এমন দাবিও করি না। তবু আজকের দিনে স্বামী বিবেকানন্দের কথা মনে এলো আজকেরই সকালে। একদিন তো যুবক ছিলাম। তখন যুব দিবস ছিল না। আমি বা আমরা কেমন করে দেখেছি বিবেকানন্দকে। সেই স্মৃতি সম্বল করে আজ আমার তাঁকে স্মরণ।  আমি যখন জন্মেছি তার তেত্রিশ বছর আগে বিবেকানন্দের মৃত্যু ঘটে গেছে। সূর্য অস্ত গেলেও তার তাপ রয়ে যায় অনেকক্ষণ। আমার বালককালে বিবেকানন্দের উপস্থিতির সেই তাপের অনুভূতি পেয়েছি আমি আমার পরিবারের জ্যেষ্ঠদের থেকে। অনেকটা যেন তাপের প্রতিসরণের নিয়ম মেনেই।  ইশকুলে যখন পড়ি তখন আমি রীতিমতো বিবেকানন্দের ভক্ত। চিকাগো ধর্মসভায় বক্তা বিবেকানন্দের যে ছবি খুব প্রচারিত সেই ছবির আদলে দাঁড়াতে ভালো লাগত প্যাংলা শরীরে। এ নেহাতই প্রিয়জনকে অনুকরণের প্রয়াস ছাড়া আর কিছু নয়। কিন্তু সবাই জানেন শেষ অবধি তো এ সব থাকেনা। সে সময় লোকেরা হেসেছেন। আর এ সময় নিজেরই হাসি পায় নিজেকে