Posts

Showing posts from August, 2022

হে পার্থ, আমাদের দিব্য দৃষ্টি দাও !!!

Image
রূপক গায়েন  পার্থ চ্যাটার্জীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার উন্মোচন একই সাথে রাজ্যের মমতা ব্যানার্জী-অভিষেক ব্যানার্জী ও তার সাঙ্গপাঙ্গদের দুর্নীতি এবং রাজ্যের বেকার শিক্ষকদের (প্যানেলে নাম ওঠা) ভবিতব্যকেও আরও একবার নির্লজ্জভাবে উপস্থাপিত করল। আমাদের দেশে ১৯৯১ সালে জাতীয় কংগ্রেসের লাগু করা নয়াউদারবাদী অর্থনীতির ধারা এক তীব্র আকার ধারণ করেছে বর্তমান বিজেপি সরকারের আমলে, আর এই অর্থনীতির মূল চরিত্রের একটি বৈশিষ্ট্য হল বেসরকারিকরণ। একই সাথে, বাড়ন্ত ফ্যাসিবাদের অ্যাজেন্ডা হিসেবে শিক্ষার কেন্দ্রীকরণও একটি গুরুত্বপূর্ণ পরিসর। ফ্যাসিবাদের এই লক্ষ্য বিজেপি সরকারের নয়া শিক্ষা নীতিতে খুব স্পষ্ট। বিভিন্ন আঞ্চলিক শিক্ষার ফাঁকফোকর তুলে ধরে, নিজের ধর্মীয় রাজনৈতিক ফান্ডাগুলোকে শিক্ষা ব্যবস্থার সাথে জুড়ে দিয়ে দেশজুড়ে সেই ধর্মান্ধতার বিষ গেলানোর প্রপাগান্ডা শুরু হয়ে গেছে। এই ধর্মান্ধতাই আড়াল করবে ধুঁকতে থাকা অর্থনীতিকে রক্ষা করার তাগিদে বেসরকারিকরণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ টানার যাবতীয় কম্পিটিশান।  যদি আমরা রাজ্যের দিকে তাকাই এবং শুরু থেকে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে মূল্যায়ণের চেষ্টা করি, তাহল

একানব্বই বছর আগে

Image
মুজফফর আহমদ [কাকাবাবুর ১৩৩তম জন্মদিবস উপলক্ষ্যে ডিলিজেন্ট-এর শ্রদ্ধার্ঘ্য; জন্ম: ০৫/০৮/১৮৮৯।]  [১৯২৯ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত ভারত সরকারের দায়ের করা বিখ্যাত "মীরাট কমিউনিস্ট ষড়যন্ত্র মোকদ্দমা" চলেছিল। এই মোকদ্দমার কথা অনেকের স্মৃতিতে এখনো নিশ্চয় জাগরুক আছে। মীরাট মোকদ্দমার গুরুত্ব অনেক। এত দীর্ঘদিন ধরে দিনের পর দিন এত ব্যয়বহুল কোন রাজনীতিক মোকদ্দমা পৃথিবীর আর কোনও দেশে চলেছে বলে আমরা শুনিনি। যে কোনও ফৌজদারি মোকদ্দমার শুনানির সময়ে তার এমন একটা স্তর আসে যখন আসামীরা ফৌজদারী কার্যবিধি আইনের ৩৪২ ধারা অনুসারে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনে বিবৃতি দিতে পারেন। মীরাট মোকদ্দমার আসামীরাও যুক্ত ও ব্যক্তিগতভাবে এইরূপ বিবৃতি দিয়েছিলেন। তাঁদের এই বিবৃতিও দুনিয়ার ইতিহাসে অভিনব। বেশিরভাগ আসামীই তাঁদের বিবৃতির ভিতর দিয়ে আত্মপক্ষ সমর্থনের কোন ধার ধারেননি। তাঁরা প্রচার করেছেন তাঁদের রাজনীতি ও মতবাদ। বিবৃতির ফলে তাঁদের সাজা বেড়ে যাবে কিনা সেদিকে তাঁরা ভ্রুক্ষেপও করেননি, তাঁরা চেয়েছিলেন দেশের লোক তাঁদের রাজনীতি আর মতবাদ জানুন ও বুঝুন। আসামীদের মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টির