Posts

Showing posts from August, 2021

ভবিষ্য ভারত

Image
মুজফফর আহ্‌মদ গণবাণীঃ ৯ই সেপ্টেম্বর, ১৯২৬ [ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের এই মুহূর্তে ফিরে দেখা যাক পরাধীন ভারতবর্ষে খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য আন্দোলনরত কমিউনিস্টদের স্বাধীন দেশের স্বরূপ সম্পর্কে কিরকম দাবী বা ধারণা ছিল। এই প্রবন্ধে উত্থাপিত বক্তব্যের সঙ্গে আজকের দেশের অবস্থার তুলনা করলে সহজেই বোঝা যায় যে সত্যিই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে নাকি নিমজ্জিত হয়েছে কতিপয় ধনিকের 'কিয়জ্জন-তন্ত্র'-এ। ] আমরা এর আগে এক প্রবন্ধে বলেছি যে আমরা ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চাই ব্রিটিশ সাম্রাজ্যের ভিতরে নয়, বাহিরে। আজ সে কথাটা আরো খানিকটা পরিস্ফুট করে তুলতে চেষ্টা করব। ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে আসতে পারলেই যে স্বাধীনতা লাভ আমাদের হয়ে যাবে তা নয়। তখন যদি দেশের শাসনকার্য দেশের কিয়জ্জনের ইচ্ছানুযায়ী নির্বাহ হয় তাহলে আমরা কিছুতেই মেনে নিতে পারবো না যে সত্যিকারের স্বাধীনতা লাভ দেশে হয়েছে। সে অবস্থায় বিদেশি কিয়জ্জন-তন্ত্রের পরিবর্তে স্বদেশী কিয়জ্জন-তন্ত্র প্রতিষ্ঠিত হবে মাত্র, স্বাধীনতা প্রতিষ্ঠা হবে না। কাজেই স্বাধীনতার প্রথম শর্ত হবে গণতন্ত্রের প্রতিষ্ঠা। কাজের সুবিধার জন্য

বিজেপির জন্মনিয়ন্ত্রণ আইন প্রসঙ্গে

Image
 অনন্যা দেব [1st PUBLISHED: 08.08.2021; UPDATED: 10.08.2021] পুঁজিবাদের মূল সমস্যা হল ইনপুট আউটপুটের সমস্যা কারণ এই ব্যবস্থায় ইনপুট এবং আউটপুট সমান থাকেনা। অর্থাৎ, যে মজুরী শ্রমিককে দেওয়া হয় এবং শ্রমিকের দ্বারা উৎপাদিত পণ্যের বাজার দাম তা সমান হয় না; পণ্যের দামই বেশি। ফলে, সামগ্রিকভাবে সমস্ত উৎপাদিত পণ্য সমগ্র সমাজের দ্বারা কেনা বা উপভোগ করা সম্ভব নয়। এটাকেই কার্ল মার্ক্স "উৎপাদনের মহামারী"-র আখ্যা  দিয়েছিলেন। এই উৎপাদনের মহামারী হল পুঁজিপতির দিক থেকে মহামারী, কারন তাদের সমস্ত পণ্য পুরোপুরি বিক্রী করা যাচ্ছে না। উল্টোদিকে, সাধারণ জনগণের অত্যাবশ্যকীয় বা অন্যান্য ভোগ্য পণ্য সঠিক পরিমানে পাচ্ছে না।  করোনা পরিস্থিতির আগেই অর্থাৎ ২০১৯ থেকেই সারা পৃথিবী জুড়ে অর্থনৈতিক মহামন্দার পরিস্থিতি চলছিল যা ২০২০তে করোনা পরিস্থিতির ফলে ভয়াবহ রূপ ধারণ করেছে। আমাদের দেশে ঐতিহাসিকভাবেই উৎপাদনের মহামারী কিংবা অর্থনৈতিক সংকটের পরিস্থিতিকে আড়াল করতে জনসংখ্যার তত্ত্বকে নঞর্থকভাবে ব্যবহার করা হয়। বর্তমান ফ্যাসিস্ট কেন্দ্রীয় সরকারও একই পথে হাঁটছে। বিজেপি সরকার উত্তরপ্রদেশ এবং অসমে জনসংখ্যা নিয়ন্ত্রণ আই

টাটা মোটর্স: ভারতীয় পুঁজিবাদের যা কিছু ভ্রান্তি

Image
থমাস ক্রাউলি [প্রথম প্রকাশঃ  জ্যাকোবিন, ২৫শে জুলাই, ২০২১   মূল প্রবন্ধের লিঙ্কঃ  https://jacobinmag.com/2021/07/tata-group-indian-capitalism-history-worker-organizing-caste-fortune-wealth-mircea-raianu-review/ বঙ্গানুবাদঃ ডিলিজেন্ট পত্রিকা ] মেগা কর্পোরেশন টাটা ১৫০ বছর ধরে ভারতীয় পুঁজিবাদকে রূপ দিয়েছে। এর সাফল্যকে বুঝতে হবে শ্রমিকদের সংগঠিত হওয়াকে নির্মমভাবে রোধ এবং তাদের বিরুদ্ধে নিপীড়ক বর্ণ ব্যবস্থাকে কাজে লাগানোর নিরিখে। ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে (পূর্বে বোম্বে) অলঙ্কৃত, পাঁচ তারা তাজমহল প্যালেস হোটেলের উৎপত্তি সম্পর্কে একটি অবিশ্বাস্য কিংবদন্তি রয়েছে। হোটেলটি ১৯০৩ সালে খোলা হয়েছিল, যখন ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চরম পর্যায়ে ছিল। হোটেলটির উৎপত্তি সম্পর্কে জনশ্রুতি - যখন উদীয়মান শিল্পপতি জামসেদজি টাটা - টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা - একটি ব্রিটিশ হোটেলে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন… জাতীয়তাবাদে দীক্ষিত এই শিল্পপতি নিপীড়ক ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিবাদে নিজের হোটেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটি ব্রিটিশদের নির্মিত যেকোনো কিছুর চেয়ে বড় এবং আরও চিত্তাকর্

আউশভিৎস - ষাট বছর পরে এবং হ্যারির জন্য কন্ডাক্টেড ট্যুর

Image
সুদর্শন রায়চৌধুরী  [সুদর্শন রায়চৌধুরী একদা বামফ্রন্ট সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী এবং বর্তমানে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সদস্য ছিলেন। তিনি ৩১শে জুলাই প্রয়াত হয়েছেন। তাঁর স্মরণে তাঁরই পূর্ব প্রকাশিত একটি প্রবন্ধের পুনঃপ্রকাশ করা হল।] প্রথম প্রকাশঃ গণশক্তি পত্রিকা, উত্তর-সম্পাদকীয়, ২১শে জানুয়ারি, ২০০৫  প্রেক্ষাপটঃ ব্রিটিশ যুবরাজ চার্লসের প্রাসাদোপম অট্টালিকায় 'কলোনিয়াল অ্যান্ড নেটিভ'(!) থিমের কস্টিউম পার্টিতে রাজপুত্র হ্যারি স্বস্তিকা চিহ্নের হ্যান্ড ব্যান্ড সমেত নাৎসি ইউনিফর্ম পরিহিত অবস্থায় সুরাপান করার ছবি সংবাদমাধ্যম তুলে ধরলে বিশ্বজোড়া নিন্দার মাঝে যুবরাজ তার পুত্রকে  আউশভিৎস  বন্দী শিবির ভ্রমণে পাঠিয়ে 'পাপ খন্ডানো'-র পরিকল্পনা করছিল। উল্লেখ্য, শেষ পর্যন্ত যদিও হ্যারিকে কুমীরের কান্না কাঁদাতে সেখানে আর পাঠায়নি রাজপ্রাসাদের কর্তৃপক্ষ। বিশাল হলঘর। সারা ঘর জুড়ে আছে, ছাতে এবং চারপাশে, অজস্র খন্ড খন্ড আয়না। আর সেই অগুনতি আয়নায় একটা একটা মুখের ছবি ভেসে ওঠে। ফুটফুটে বাচ্চাদের ছবি। কোন এককোণে জ্বলা একটি মোমবাতির শিখা আয়নাগুলোয় প্রতিফলিত হয়ে অজস্র বাতির শিখা হয়ে থরথর ক