সমাজতান্ত্রিক কিউবার ষাট বছর
বিমলকান্তি দাশগুপ্ত মেক্সিকো উপসাগরে আমারিকার শ’খানেক মাইল দূরে একটা সবুজ রঙের কুমীর যেন ভেসে আছে। এটা দূর থেকে দেখা। কাছে গেলে দেখা যাবে, সবুজ বনানী। পাহাড় আর কোটিখানেক মানুষের বসতি। একটা দ্বীপ। এই দ্বীপে থাকেন কারা। আছে আদিবাসী রেডইন্ডিয়ান। ক্রীতদাস আফ্রিকাননিগ্রো আছে দখলকারী স্প্যানিশ আর আছে কিছু আমেরিকানকলোনির বিচ্ছিন্ন ভাগ্যান্বেষী নাগরিক। দ্বীপটার নাম কিউবা। শিক্ষিত ভদ্রলোকেরা ভুল শুধরে দিয়ে বলেন, আসলে নামটা হল গিয়ে কুবা। খুব ভালো। এ নাম ওদের খাতায় লেখা থাক। আমাদের মুখের ভুল উচ্চারণে সে যেমন কিউবা ছিল , তেমন কিউবাই থাকবে। সাধারণ খাবার, ভাত বিন কলা আর চিকেন বা শূয়োরের মাংস। আর সামুদ্রিক মাছ। দেশটিতে পাহাড় আছে বন আছে। মাটির নিচে আছে লোহা কয়লা তামা জিংক ইত্যাদি। নিজেদের চলে যাবার পক্ষে যথেষ্ট। আর আছে গান সাহিত্য আর সংস্কৃতি। অনেকটা সমুদ্র পার হয়ে আছে ইয়োরোপ। তারই এক দেশ স্পেন। সময়টা দেশ আবিষ্কারের যুগ। আজ থেকে চার শ’বছর আগের কথা। স্পেনের কলম্বাস পালের জাহাজে পারি দিয়ে আমেরিকা আবিষ্কার করেছেন। এ গল্প সকলের জানা। কিন্তু তিনি কিউবাও আবিষ্কার করেছেন। এ কথা তত প্রচারিত নয়।