৩৭০ ধারা বাতিলঃ রেডস্টার, সিপিআই(এম-এল) এবং পিপল’স ব্রিগেড তীব্র বিরোধিতার পথে
প্রেস বিবৃতি গত ৫ই আগস্ট অকস্মাৎ কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রপতির নির্দেশিকার মাধ্যমে সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা বাতিল করে দিয়ে জম্মু, কাশ্মীর ও লাদাখ-কে তিন টুকরো করে নিজেদের পূর্ণ কর্তৃত্বে আনার ব্যবস্থা করেছে। আমরা নিম্নলিখিত রাজনৈতিক দলগুলি একযোগে চরম স্বৈরাচারী, সর্বগ্রাসী ক্ষমতাকেন্দ্রিক এবং বিচ্ছিন্নতাবাদ ও সীমান্তে-যুদ্ধে মদত দানকারি এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করছি। আমরা মনে করি ভারতের সকল প্রদেশের সার্বভৌমত্ব, প্রতিটি ভিন্ন জাতির মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকারই দেশের জাতীয় ঐক্য রক্ষা করার প্রধান শর্ত। আমরা মনে করি জম্মু-কাশ্মীর সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত কেবল সেখানকার মানুষের গণতান্ত্রিক মতের ভিত্তিতেই নেওয়া যেতে পারে; এবং দেশের প্রতিটি প্রদেশের জন্যই তা সত্য। বিজেপি সরকারের এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আখেরে জাতীয় ঐক্যের পরিপন্থী এবং বিচ্ছিন্নতাবাদকে ব্যাপক ভাবে উস্কানি দেওয়ার কাজ করছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, জম্মু ও কাশ্মীরের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট গত বছরই তাঁদের রায়ে জানিয়েছেন যে, সংবিধানের ৩৭০ ধারাটি স্থায়ী ধারা। সুতরাং কেন্দ্রের সরকার এবং রাষ্ট্র