জন স্বাস্থ্য আন্দোলনে ট্রোজান ঘোড়া
ডাঃ ভাস্কর চক্রবর্তী ট্রয়ের ঘোড়ার গল্প মনে আছে তো ? কথিত যে গ্রীস এবং ট্রয়ের মধ্যে যুদ্ধে , দশ বছর দুর্গ ঘিরে রাখার পরেও ট্রয়ের দুর্গ জয় করতে পারেনি গ্রীসের বাহিনী। পরের কৌশল হিসেবে তারা ভান করে যে তারা যুদ্ধ ক্ষেত্র থেকে বিফল মনোরথ হয়ে , জাহাজ নিয়ে চলে যাচ্ছে। ট্রয়ের দুর্গের বাইরে , সমুদ্রতটে তারা রেখে গেছিল এক বিরাটাকার কাঠের ঘোড়া , যার মধ্যে লুকিয়ে ছিল বাছা বাছা কিছু গ্রীক যোদ্ধা। গ্রীকেরা চলে গিয়েছে ভেবে , ট্রয়ের নাগরিকেরা দুর্গের দরজা খোলে , কাঠের ঘোড়াটাকে দেখতে পায় এবং সেটাকে দুর্গের ভেতরে নিয়ে আসে। রাতের অন্ধকারে , ঘোড়ার মধ্যে থেকে গ্রীক যোদ্ধারা বেরিয়ে এসে দুর্গের দরজা খুলে দেয়। অন্যদিকে , ভান করে চলে যাওয়া বাকি গ্রীক যোদ্ধারা জাহাজ নিয়ে ফিরে আসে। এসে খোলা দরজা দিয়ে দুর্গের ভেতরে ঢোকে এবং ট্রয় নগরী ধ্বংস করে। আজকের যুগে ট্রোজান বলতে বোঝায় আন্তর্জালে ঘুরে বেড়ানো এক ধরনের ভাইরাসকে। যাকে দেখতে একেবারেই আন্তর্জালের কোনও পেজ এর মতো , হয়ত কোনও গোটা ওয়েবসাইটের মতো , বা এ্যপের মতো। কিন্তু তার মধ্যে ঢুকলে , সে তার জাল বিস্তার করতে শুরু করবে আপনার কম্পিউটার , ফোন বা ওয়েবসাইটের মধ্যে