বিজ্ঞানী শম্ভুনাথ দে

সুমিত ঘোষ প্রথম আলো শম্ভুনাথ দে ১৯১৫ সালের ১লা ফেব্রুয়ারী কলকাতা থেকে ৩০ কিমি দূরত্বে হুগলী জেলার একদা ফরাসী উপনিবেশ চন্দননগরের নিকট গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত ‘গরবাটি’ গ্রামের বুড়ো শিব তলা অঞ্চলে জন্মগ্রহণ করেন। মাতা চট্টেশ্বরী দেবী। পিতা দাশরথী দে পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। তাঁদের পারিবারিক ব্যবসা বন্যার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। দাশরথীবাবুর পিতা কম বয়সেই মারা যান। ফলে, পরিবারের বড় ছেলে হিসেবে তাঁকেই রোজগারের দায়িত্ব গ্রহণ করতে হয়। প্রথমে একটি দোকানে সহায়কের কাজ করতে শুরু করেন তিনি; পরবর্তীকালে ব্যবসা। প্রবল ধার্মিক বৈষ্ণব হওয়ায় ব্যবসায়িক লাভ-ক্ষতির হিসেব নিকেশে তাঁর অনীহার কারণে সেই ব্যবসা বিশেষ দাঁড়াল না। বোঝাই যাচ্ছে, একদা বৈভব থাকলেও, যতক্ষণে শম্ভুনাথ’বাবু পৃথিবীর আলো দেখলেন, ততক্ষণে তাঁদের পরিবার অভাব অনটনের মধ্যে দিয়েই চলতে শুরু করেছে। তাঁদের পরিবারে শম্ভুনাথ’বাবুর কাকা আশুতোষ দে একমাত্র স্নাতক স্তর অতিক্রম করেছিলেন। তিনিই বালক শম্ভুনাথের পড়াশোনার দায়িত্ব নেন। তাঁরই তত্ত্বাবধানে শম্ভুনাথ গরবাটি উচ্চ বিদ্যালয় থেকে ডিস্টিংশান পেয়ে ম্যাট্রিকুলেশান পরীক্ষা পাশ করেন। ড...