এসআইআর? নাকি ঘোমটার নীচে এনআরসি?

শর্মিষ্ঠা রায় বিহারে আট কোটি ভোটারের স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR হয়ে গেল গত এক মাসে। বিরানব্বই লক্ষ লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে তারা এবার আসতে চলেছে পশ্চিমবঙ্গে। গতির লড়াইয়ে তারা চিনকে টেক্কা দিয়েছে, মানতেই হবে। এতদিন জানা ছিল, যে কোনো কাজ চিন অবিশ্বাস্য দ্রুত গতিতে আশ্চর্য সুষ্ঠুভাবে করে। কিন্তু সময় এবং সুষ্ঠু পরিচালনার বিষয়ে ভারতের নির্বাচন কমিশন যে চিনকে দশ গোল দিয়েছে, তা হলফ করে বলা যায়। SIR এর ফর্মে আপনার নাম, ঠিকানা, ছবি রয়েছে। এগুলো কোথায় পেল নির্বাচন কমিশন? উত্তর, আপনার ভোটার কার্ড। কিন্তু ভোটার কার্ড তো নাগরিকত্বের পরিচয়পত্র নয়। ওখানে আধার নম্বরও রয়েছে। কিন্তু আধারও তো নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে এই দুই "অবৈধ" পরিচয়পত্র ব্যবহার করে আপনার নামে customized form তৈরি হল, তা কি করে বৈধ হয়? নির্বাচন কমিশন আপনাকে একটা 'অবৈধ' পরিচয়পত্র দিয়েছে। আরও একটি 'অবৈধ' পরিচয়পত্র আপনার সব কিছুর সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে। তার নাম আধার। দুই 'অবৈধ' পরিচয়পত্র যারা আপনাকে দিয়েছে, তাদের একজন নির্বাচন কমিশন যে কতখানি জালিয়াতি করছে, রাহুল গান্ধী তা হাতে ক...