প্রসঙ্গ চিন
শংকর বর্তমানের চিনকে দেখে গদগদ ভাব সিপিএমের নেতাদের পক্ষে নতুন ব্যাপার কিছু নয় । এর আগেও বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন পার্টিনেতারা যাঁরা নিয়মিত বা অনিয়মিত চিনে যেতেন তাঁরা গদগদ হয়ে ফিরতেন । তারপর প্রবন্ধ লিখতেন । পার্টিকে চিনের পথে এগিয়ে যাবার পরামর্শ দিতেন । স্বপ্ন দেখতেন তাঁরাও যেখানে যেখানে তাঁদের ক্ষমতা আছে সেখানে তাঁরা চিনের নীতিতেই মানুষের মন পাকাপাকিভাবে দখল করে চিনের মতই দীর্ঘমেয়াদী একদলীয় একটা শাসন কায়েম করতে পারবেন , যা হবে একইসাথে মার্কসবাদ এবং নয়াউদারবাদের নয়া বৃন্দাবন ! সম্প্রতি পার্টির নতুন সাধারণ সম্পাদক এম.এ বেবি তাঁর প্রতিনিধিদল নিয়ে চিনে গেছিলেন । যথারীতি একেবারে আপ্লুত হয়ে ফিরে এসেছেন । তারপর তাঁদের পার্টি প্রেসে প্রবন্ধ লিখেছেন । ‘ মার্ক্সবাদী পথ ’- এ সেই প্রবন্ধ তথা রিপোর্টটি ছাপা হয়েছে । একেবারে সূত্র মেনেই সেখানে কমরেড বেবি চিনের উন্নয়ন নিয়ে আত্মহারা হয়ে বিভিন্ন কথা লিখেছেন । লেখাটি পড়তে গিয়ে প্রথমেই মনে হল , ভারতের কমিউনিষ্টরা এত সরল কীভাবে হন ? এত দ্রুত , এত সস্তায় তাঁরা আপ্লুত হয়ে পড়েন কীভাবে ? এটা কি ভারতীয় ভক্তিবাদের একট...