কেরালার রাজনীতি এবং অবিপ্লবের চোরাস্রোত
অদ্রিরাজ তালুকদার কেরালায় সম্প্রতি হয়ে যাওয়া পৌর এবং গ্রামীণ নির্বাচনের ফলাফল লোকমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। বিশেষত বামেদের লক্ষ্যনীয় ক্ষয় এবং বামদূর্গ তিরুবনন্তপুরমে বিজেপির জয় নিয়ে অনেক জল্পনা - কল্পনা চলছে। কিন্তু কেরালার রাজনীতির গভীরতা না বুঝে কোনো জল্পনাই বস্তুনিষ্ঠ হবে না। এই লেখায় কেরালায় ঘটে যাওয়া আপাত বিষয়টির কতগুলো আঙ্গিক পাঠকের কাছে তুলে ধরব। কেরালা একটি লিবারেল স্বর্গ জনমানসে কেরালাকে বাম স্বর্গ ভাবার প্রবণতা আছে। অন্তত বাংলার লোকেরা বহুলভাবে মনে করে কেরালায় সকলেই কম্যুনিস্ট। যারা তাদের মধ্যে ভোটের রাজনীতির খবর রাখেন তারা জানেন যে ১৯৮০ থেকে কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ এবং সিপিআই(এম)-এর নেতৃত্বে এলডিএফ পালাবদল করেই ক্ষমতায় এসেছে। এর অন্যথা হয়েছিল শেষবার , ২০২১-এ। ঐতিহাসিক কারণের বর্ণনায় না গিয়ে কেরালায় জনগণের রাজনৈতিক সচেতনতা সম্পর্কে একটি প্রতিপাদ্য দেওয়া যায়। ভারতীয় গণতান্ত্রিক সাধারণতন্ত্রের সংবিধানে যে মূল্যবোধগুলো বর্ণিত আছে তা ভারতের ...