Posts

Showing posts from January, 2026

ভেনেজুয়েলায় মার্কিন হানা, পুঁজির আগ্রাসন নাকি সংকট?

Image
রাজীব চক্রবর্তী  নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অন্যায়ভাবে গ্রেফতারির ঘটনা মার্কিন আগ্রাসনের প্রত্যক্ষ নজির। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার উপর আগ্রাসনের প্রধান উদ্দেশ্য যে সেখানকার প্রাকৃতিক সম্পদের লুঠ, তা বলাই বাহুল্য – কারণ মার্কিন সরকার মাদুরোর বিরুদ্ধে যে মাদক পাচারের অভিযোগ করেছে তার কোনো যথাযথ প্রমাণ তাদের হাতে যে নেই, এটা তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে। অথচ একটা নির্বাচিত সরকারকে তারা অনৈতিকভাবে সে দেশে হানা দিয়ে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অবসান ঘটিয়ে ফেলে দিতে চাইছে। গ্রেফতার করে সামরিক ক্ষমতা কাজে লাগিয়ে মাদুরোকে হাইজ্যাক করে নিয়ে গেছে। এতে সে দেশের আর্থ-রাজনৈতিক কাঠামোতে যে আঘাত আনা হল, তার নিন্দা জানানোটাই আজ আমাদের প্রধান কর্তব্য।  লাতিন আমেরিকার দেশগুলিতে সুদীর্ঘকাল মার্কিন আধিপত্য চলেছে। তার বিরুদ্ধে তারা বিগত অন্তত একশ বছর লড়াই চালাচ্ছে। তারা এই লড়াই চালাতে চালাতেই তৈরি করার চেষ্টা করে বিভিন্ন মার্কিন আগ্রাসন বিরোধী সরকার। এই সরকারগুলি চরিত্রগতভাবে গণতান্ত্রিক তথা সমাজতান্ত্রিক বলে নিজেদের এজেন্ডা ঘোষণা করলেও বস্তুত সেই গণতন্ত্র বা সমাজব...