২৭শে এপ্রিলের আহ্বান
ঋচীক আশ ১৯৪৯ সাল... দুবছর আগে দেশ সদ্য স্বাধীন হয়েছে (বিদেশী শক্তির হাত থেকে ক্ষমতা হস্তান্তর হয়েছে বুর্জোয়া কংগ্রেসের হাতে, যারা দেশেরই অত্যাচারী ভূস্বামী এবং ধনী সম্প্রদায়ের প্রতিনিধি ছাড়া আর কিছুই নয়)। বাংলাতেও তখন বিধান রায়ের মুখ্যমন্ত্রীত্বে কংগ্রেস সরকার ক্ষমতায়। কংগ্রেস সরকার দুবছরেই নিজের শ্রেণীচরিত্র তুলে ধরেছে সবার সামনে। দেশের খেটে খাওয়া মানুষের উপর তার অত্যাচারের বিরুদ্ধে মানুষ ফেটে পড়ছে তেভাগা, তেলেঙ্গানা, বাংলা এবং অন্যান্য স্থানের কৃষকরা এবং তাদের সঙ্গে শ্রমিকরাও। মানুষ যত বেশি নিজের অধিকার বুঝে নিতে চায়, বুর্জোয়া রাষ্ট্র তত বেশি করে দমন পীড়ন চালাতে থাকে। স্বাধীনতা পরবর্তী কৃষক আন্দোলন, খাদ্য আন্দোলন ও অন্যান্য গণআন্দোলনে অংশ নিয়ে কৃষক রমণীরা এবং শহরের মধ্যবিত্ত মহিলারা পথে নামেন, শহীদ হন প্রচুর মানুষ। এ রাজ্যেই এসময়ে গ্রামাঞ্চলে কংগ্রেসি পুলিশের হাতে খুন হন অন্তত পঁচিশজন মহিলা। পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি এবং গণসংগঠনগুলির অজস্র নেতা ও কর্মীদের বিনা বিচারে অমানবিকভাবে কারাগারে বন্দী করে রাখে কংগ্রেস সরকার। রাজবন্দীদের অধিকার ও দাবী আদায়ের জন্য কারাগারে তীব্র আ