স্মরণ তর্পণ নাকি শপথ
বিমলকান্তি দাশগুপ্ত
১৯১৯
পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগ
বিনা বিচারে আটক আইনের বিরুদ্ধে সভা
কবিতা বক্তৃতা গান
ডায়ার ও ডায়ার সৈন্যবাহিনী
১৬৫০ রাউন্ড গুলি
মৃত অসংখ্য নিরস্ত্র প্রতিবাদী
প্রতিবাদে সামিল করতে ব্যর্থ,
আপন ক্ষোভ ক্রোধ ঘৃণা দুঃখ ব্যথা
চোখের জলে সিক্ত করে
ফিরিয়ে দিলেন কবি রাজসম্মান
নেমে এলেন একা
মাননীয় থেকে সাধারণে
বিশ বছর পরের কথা
একা প্রতিশোধ নিলেন
উধম সিং
ডায়ারকে হত্যা করে
জীবন দিলেন ফাঁসিতে
একশ' বছর পর-
রানী দুঃখ প্রকাশ করছেন।
একশ' বছর পর
আজ
উধমের হয়ে কে কী বলবেন।
স্বাধীন ভারতে
জালিয়ানওয়ালা বাগ
জীবন্ত আজও-
দিল্লীতে উত্তর প্রদেশে
গুজরাতে
আজ
জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডের
শতবর্ষে
মৃতদের স্মরণ নাকি তর্পণ
নাকি শপথ।
Comments
Post a Comment