ভারতীয় গণতন্ত্র ও বামপন্থী অভিজ্ঞতা
[পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম)-এর পলিট ব্যুরো সদস্য জ্যোতি বসু ১৮ই মে, ২০০২ সালে নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সপ্তম জিভি মাভলঙ্কার স্মারক বক্তৃতার বক্তা হিসেবে নিম্নোক্ত বক্তব্য পেশ করেন।] লোকসভার প্রথম স্পিকার শ্রী মাভলঙ্কারের নামে একটি বক্তৃতা সিরিজে 'ভারতীয় গণতন্ত্র ও বাম অভিজ্ঞতা' বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়ে আমি সম্মানিত বোধ করছি, যার অগ্রগামী নেতৃত্ব অনেকগুলি স্বাস্থ্যকর সম্মেলন অনুষ্ঠিত করতে সফল হয়েছিল, যা ভারতকে সংসদীয় গণতন্ত্রের দিকে তার গতিপথ নির্ধারণে সাহায্য করেছিল। সেই প্রারম্ভিক দিনগুলিতে আমাদের তখনও ভঙ্গুর সংসদীয় গণতন্ত্র গঠনে তাঁর অবদানকে আমি আজ কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমি বলতে পারি না যে আমি সমগ্র বামেদের পক্ষে কথা বলছি কারণ স্বাধীনতার পর ভারতে সংসদীয় গণতন্ত্রে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে বাম অংশীদারদের মধ্যে মতভেদ রয়েছে। কিন্তু আমার মতামত ১৯৬৪ সাল থেকে পার্টি বিভক্ত হওয়ার পর ইউনাইটেড কমিউনিস্ট পার্টি এবং পরে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে। স্বাধীনতার আগে বাংলায় মুসলিম লীগ শাসনা