Posts

Showing posts from July, 2025

ভারতীয় ধর্মসমূহে কাস্ট এবং ওবিসি লিস্ট বিতর্ক

Image
প্রিয়াংশু দে   গত বছর মোড়েনায় অনুষ্ঠিত একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের কংগ্রেস সরকারের কিছু ইসলাম ধর্মাবলম্বী রাজ্যবাসীদের ওবিসি মর্যাদা দেওয়ার সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেন যে এই সিদ্ধান্ত বিদ্যমান ওবিসি সমাজের স্বার্থ বিরোধী। তিনি এও বলেন যে এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং বাবাসাহেব আম্বেদকরের মতাদর্শকে খন্ডন করছে। তাঁর যুক্তি হল, যেহেতু আম্বেদকর ধর্মভিত্তিক সংরক্ষণের পক্ষে ছিলেন না, তাই এই সিদ্ধান্ত সংরক্ষণের ইতিহাস ও ভিত্তি এবং পিছিয়ে পড়াদের অধিকারের বিরোধী। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের দেশের অধিকাংশ মানুষের একটি ভুল ধারণা আছে যে ভারতীয় উপমহাদেশে বর্ণগত নিপীড়নের অস্তিত্ব শুধু হিন্দু ধর্মের মধ্যেই রয়েছে। কিন্তু ঐতিহাসিকভাবে মর্যাদা ও সুযোগের খোঁজে বৈদিক সভ্যতার অধীনে থাকা নিপীড়িত নিম্নবর্ণ, অস্পৃশ্য ও অন্ত্যজরা অন্যান্য আগত ধর্মে নিজেদের ধর্মান্তকরণ করে এসেছে। ট্রাজেডি এখানেই, যে ধর্মে বর্ণভেদ ছিল না, ভারত ভূখণ্ডে পৌঁছে তার অধিবাসীদের মধ্যেও নবাগত নিপীড়িত সদস্যদের প্রতি নিপীড়নের মানসিকতা কাজ করেছে। অর্থাৎ পিছিয়া পড়ারা নিপীড়িত হওয়ার প্যাকেজ সমেত অন্য ধর্মে পৌঁছেছি...

কসবার কান্না থেকে রাজ্য রাজনীতি - গণতন্ত্র বনাম একনায়কতন্ত্র

Image
রুমেলা দেব "চোখ পড়েছে" - ব্রিটিশ শাসনে খাজনা বা বকেয়া দিতে না পারলে কিংবা জমিদারী শাসনে অসহায় প্রজার "সুন্দরী" মেয়ে থাকলে, তার উপর চোখ পড়ত তৎকালীন শাসকের। ফলস্বরূপ অসহায় "সুন্দরী" মেয়েটি নিজেকে অর্পণ করতে বাধ্য হত শাসকের হাতে। তাদের কুৎসিত চাহিদা মেটানোর পর কারুর ভাগ্য হত বাড়ি ফিরে যাওয়ার, কেউ বা পাকাপাকিভাবে রয়ে যেত লালসা মেটানোর ভোগ্যপণ্য হিসেবে। এই কাহিনী সাহিত্য, ভূতের সিনেমা ইত্যাদি মারফৎ আমাদের ভীষণ চেনা। হঠাৎ এসব লিখছি কেন? আসলে একবিংশ শতাব্দীর আধুনিকতম, জনজোয়ারে ব্যস্ত, দ্রুতগতিতে চলা শহরের বুকে দিনের পর দিন ঘটে যাওয়া হাড়হিম করা নারী নির্যাতনের ঘটনাগুলির ঐতিহাসিক ধারাবাহিকতার ট্রেস করতে চাইছি। প্রশ্ন উঠবে, আজকের পুঁজিবাদের বর্তমান সর্বোচ্চ দশা নয়াউদারবাদের নিয়ন্ত্রনাধীন পৃথিবীতে প্রযুক্তির বিজয় রথের মাঝে মহিলারা কি অর্ধেক আকাশ ছুঁতে পেরেছে? নাকি শাসক, বিরোধী সব শিবিরেই মেয়েরা আজও অসহায়, সহজলভ্যই থেকে গেছে!  একজন মহিলা নেত্রী পরিচালিত শাসক দলও নিজের দলের মহিলাদেরকে নিরাপত্তা দিতে কি ব্যর্থ? নাকি তা নিছকই অনীহা? ২০১১ সালে যখন পশ্চিমবঙ্গে “মা(!)-মাটি(...