ভারতীয় ধর্মসমূহে কাস্ট এবং ওবিসি লিস্ট বিতর্ক

প্রিয়াংশু দে গত বছর মোড়েনায় অনুষ্ঠিত একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের কংগ্রেস সরকারের কিছু ইসলাম ধর্মাবলম্বী রাজ্যবাসীদের ওবিসি মর্যাদা দেওয়ার সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেন যে এই সিদ্ধান্ত বিদ্যমান ওবিসি সমাজের স্বার্থ বিরোধী। তিনি এও বলেন যে এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং বাবাসাহেব আম্বেদকরের মতাদর্শকে খন্ডন করছে। তাঁর যুক্তি হল, যেহেতু আম্বেদকর ধর্মভিত্তিক সংরক্ষণের পক্ষে ছিলেন না, তাই এই সিদ্ধান্ত সংরক্ষণের ইতিহাস ও ভিত্তি এবং পিছিয়ে পড়াদের অধিকারের বিরোধী। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের দেশের অধিকাংশ মানুষের একটি ভুল ধারণা আছে যে ভারতীয় উপমহাদেশে বর্ণগত নিপীড়নের অস্তিত্ব শুধু হিন্দু ধর্মের মধ্যেই রয়েছে। কিন্তু ঐতিহাসিকভাবে মর্যাদা ও সুযোগের খোঁজে বৈদিক সভ্যতার অধীনে থাকা নিপীড়িত নিম্নবর্ণ, অস্পৃশ্য ও অন্ত্যজরা অন্যান্য আগত ধর্মে নিজেদের ধর্মান্তকরণ করে এসেছে। ট্রাজেডি এখানেই, যে ধর্মে বর্ণভেদ ছিল না, ভারত ভূখণ্ডে পৌঁছে তার অধিবাসীদের মধ্যেও নবাগত নিপীড়িত সদস্যদের প্রতি নিপীড়নের মানসিকতা কাজ করেছে। অর্থাৎ পিছিয়া পড়ারা নিপীড়িত হওয়ার প্যাকেজ সমেত অন্য ধর্মে পৌঁছেছি...