কসবার কান্না থেকে রাজ্য রাজনীতি - গণতন্ত্র বনাম একনায়কতন্ত্র

রুমেলা দেব "চোখ পড়েছে" - ব্রিটিশ শাসনে খাজনা বা বকেয়া দিতে না পারলে কিংবা জমিদারী শাসনে অসহায় প্রজার "সুন্দরী" মেয়ে থাকলে, তার উপর চোখ পড়ত তৎকালীন শাসকের। ফলস্বরূপ অসহায় "সুন্দরী" মেয়েটি নিজেকে অর্পণ করতে বাধ্য হত শাসকের হাতে। তাদের কুৎসিত চাহিদা মেটানোর পর কারুর ভাগ্য হত বাড়ি ফিরে যাওয়ার, কেউ বা পাকাপাকিভাবে রয়ে যেত লালসা মেটানোর ভোগ্যপণ্য হিসেবে। এই কাহিনী সাহিত্য, ভূতের সিনেমা ইত্যাদি মারফৎ আমাদের ভীষণ চেনা। হঠাৎ এসব লিখছি কেন? আসলে একবিংশ শতাব্দীর আধুনিকতম, জনজোয়ারে ব্যস্ত, দ্রুতগতিতে চলা শহরের বুকে দিনের পর দিন ঘটে যাওয়া হাড়হিম করা নারী নির্যাতনের ঘটনাগুলির ঐতিহাসিক ধারাবাহিকতার ট্রেস করতে চাইছি। প্রশ্ন উঠবে, আজকের পুঁজিবাদের বর্তমান সর্বোচ্চ দশা নয়াউদারবাদের নিয়ন্ত্রনাধীন পৃথিবীতে প্রযুক্তির বিজয় রথের মাঝে মহিলারা কি অর্ধেক আকাশ ছুঁতে পেরেছে? নাকি শাসক, বিরোধী সব শিবিরেই মেয়েরা আজও অসহায়, সহজলভ্যই থেকে গেছে! একজন মহিলা নেত্রী পরিচালিত শাসক দলও নিজের দলের মহিলাদেরকে নিরাপত্তা দিতে কি ব্যর্থ? নাকি তা নিছকই অনীহা? ২০১১ সালে যখন পশ্চিমবঙ্গে “মা(!)-মাটি(...