কিছু ঘটনা আর ঘটবে না


বিমল কান্তি দাশ গুপ্ত

কিছু ঘটনা আর ঘটবে না
যেমন ঘটে ছিল ---
স্পার্টার গ্রীক বাহিনির প্রতিরোধ
থার্মোপলির সঙ্কীর্ণ খাড়িতে
পারস্যরাজের অভিযান রুখতে।

ঘটেছিল
এথেনিয়ান গ্রীকদের লড়াই
ম্যারাথনের গলিপথে
পারস্য সম্রাটের আগ্রাসনের বিরুদ্ধে।

ঘটেছিল
হিদাসপিস বা ঝিলামের তীরে
আলেকজান্ডারের অভিযান ঠেকাতে
পুরুরাজার স্বাধীনতার লড়াই।

একবারই ঘটেছিল এই সব

আসি এবার আমাদের কালে

প্যারিসের জনতা দখল নিল
বাস্তিল দুর্গের 
’সতেরোয় বিপ্লব ঘটে গেল রাশিয়ায়
শ্রমিকেরা দখল নিল শীতপ্রাসাদের।
আর
লংমার্চ পৌঁছে দিল চীনের জনগণকে
সমাজতান্ত্রিক ব্যবস্থার সমাজে।

আসল কথা ---
পুরাতন জোগায় উদ্দীপনা
দেয়, সাহস সংগ্রামের।
আর ইঙ্গিত করে
নতুন কিছু করবার
নতুন নামের।।




Comments

Popular posts from this blog

ফ্যাসিবাদের উত্থানের যুগে সুবিধাবাদের রমরমা

ঘটনার বিবরণ নয়, উপলব্ধি জরুরী; প্রসঙ্গ আর.জি.কর

কর্পোরেট হাঙরদের হাত থেকে লাদাখকে বাঁচাও!