গণসাহিত্য ও সঃস্কৃতি প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হল বেলঘড়িয়ায়
রিপোর্ট: সায়ন
বর্তমান এই অর্থনৈতিক দোলাচলের সময় সাধারণ মানুষের সাংস্কৃতিক আন্দোলনের উন্মেষ ঘটাতে গণসাহিত্য ও সঃস্কৃতি প্রসঙ্গে একটি জাতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ১৫-১৬ ডিসেম্বর। অনুষ্ঠানটি সংঘটিত করে সৌভিক সাংস্কৃতিক চক্র, খেয়ালখোলা নাট্যগোষ্ঠী এবং নিখিল ভারত গণসাহিত্য পরিষদ। প্রধান অতিথি হিসাবে ছিলেন অধ্যাপক শ্রী ধীমান দাশগুপ্ত এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক শ্রী জর্নাদন ঘোষ । সমগ্র দেশের দশটি রাজ্য থেকে উপস্থিত ছিলেন বহু কর্মী। বিখ্যাত কবি এবং শ্রদ্ধেয় সাহ্যিতিক শ্রী সব্যসাচী দেব মহাশয়কে প্রদান করা হয় 'শহীদ মুরারি মুখোপাধ্যায় স্মারক সম্মান'। সমগ্র অনুষ্ঠানটি সংগঠিত হয় বেলঘড়িয়ার "সংগঠনী" প্রেক্ষাগৃহে।
Log on to: https://youtu.be/v7ZAB5MU42I
Comments
Post a Comment