বিদ্যুতের বিলে ইলেক্ট্রিক শকঃ স্বস্তির উপায় কি?
রিপোর্টঃ সনু লকডাউনের আকাশ আংশিক পরিষ্কার হতেই মানুষ যেখানে রুজী রোজগারের টানে পথে নেমে প্রতিকূল পরিস্হিতির সাথে লড়াই করছে, সেখানেই এ রাজ্যের অন্যতম একচেটিয়া (পশ্চিমবঙ্গের বেশকিছু অঞ্চলের একমাত্র ডিস্ট্রিবিউটর; বাকি অঞ্চলে রয়েছে রাজ্য সরকারের WBSEDCL)) বিদ্যুৎ সরবরাহকারী সংস্হা CESC এক নতুন কারচুপিতে মত্ত। এমনিতে আমফানের সময়ে CESC-র ঐতিহাসিক ভূমিকা সকলের জানা। দীর্ঘদিন বিদ্যুতের অভাবে নাকাল সাধারণ মানুষ রাস্তায় প্রতিবাদে নামতে বাধ্য হয়েছিল। আগে থেকে ঝড়ের সতর্কতা সত্ত্বেও কর্মীর অভাব এবং গাছ কাটার ক্ষেত্রে পৌরসভা ও পরবর্তীতে সেনার সাথে সমন্বয়ের খামতি পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছিল। গত ৩রা জুন, SUCI(C) প্রভাবিত ABECA ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন, বিদ্যুৎপৃষ্টদের পরিবারকে ক্ষতিপূরণ এবং ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের দাবী রেখেছিল। রাজ্য সরকারও নিজেদের দায় এড়িয়ে একদা মমতা ব্যানার্জীর বিদেশ সফর সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ আনতে কুন্ঠা বোধ করেনি। কিন্তু এই আপাত জনকল্যাণে ব্রতী হওয়ার তৃণমূলের নাটকের সারশূন্যতা প্রকাশ পাচ্ছে বর্তমান ইলেক্ট্রিসিটি বিলের বাস্তবের সাথে সঙ্গতিহীন দেয় টাকার অঙ্কে। আমফানের ফ