'অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফ্টস বোর্ড' উঠিয়ে দিল কেন্দ্র
রিপোর্টঃ সায়ন
৭ই অগাস্ট, মোদী সরকার তুলে দিল 'অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফ্টস বোর্ড'। ১৯৫২ সালে যে অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফ্টস বোর্ড গঠনের পিছনে ভারতের ছোট কারীগর হস্তশিল্পীদের প্রাপ্য মর্যাদা দেওয়ার যে প্রয়াস করা হয়েছিল, তাকে সম্পূর্ণ ইতিহাসের পাতায় উঠিয়ে দিল মোদী সরকার।
মূলত এই বোর্ড গঠন করা হয়েছিল সমগ্র ভারতবর্ষের হস্তশিল্পী এবং তাদের সাথে যুক্ত অসংখ্য অসংগঠিত নারী শ্রমিকদের ভবিষ্যৎকে রূপরেখা দেওয়ার চিন্তন নিয়ে। হস্তশিল্পীরা যাতে সরাসরি সরকারকে তাদের মতামত জানাতে পারে তার জন্যই তৈরি হয় এই বোর্ড। বর্তমান করোনা এবং অবশ্যম্ভাবী অর্থনৈতিক মন্দা পরিস্হিতিতে সরকারের যেখানে বোর্ডকে আরো সংগঠিত করে খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা উচিৎ সেখানে তারা সম্পূর্ণ বোর্ডটিকেই ইতিহাসের পাতায় স্হান করে দিয়ে অগণিত মেহনতি মানুষের ভবিষ্যৎকে বিপন্ন করে তুলল। ধর্মের নামে মানুষের চোখে কালো কাপড় বেঁধে দিলেই যে মানুষের ক্ষুধার আর্তনাদকে অবদমিত করা যায় না তা আর কবে বুঝবে মোদী সরকার?
ডাউন টু আর্থ পত্রিকা অনুযায়ী ২০১০ সালের 'থার্ড ন্যাশানাল হ্যান্ডলুম সেন্সাস অভ উইভার্স অ্যান্ড এলাইড ওয়ার্কাস' দেখিয়েছে যে দেশের ২৮ লক্ষ পরিবার হ্যান্ডলুম কাজের সঙ্গে জড়িত এবং তার মধ্যে ৪০.৯ শতাংশ ওবিসি সম্প্রদায় ভুক্ত, ২২.১ শতাংশ শিডিউলড্ ট্রাইব এবং ৯.৮ শতাংশ শিডিউলড্ কাস্ট সম্প্রদায়ভুক্ত। তাঁদের ৩/৪ই নারী। সেক্ষেত্রে হ্যান্ডিক্রাফ্ট এবং হ্যান্ডলুমের শ্রমিক পরিসরকে সংযুক্ত করা হলে নিম্নবর্ণের নারী পুরুষ উভয়ের জীবিকা হিসেবে হস্তশিল্প নির্ভরতার চিত্রটা প্রকট হয়। সেখানে মোদী সরকারের ১৯৯২ সালের অল ইন্ডিয়া হ্যান্ডলুম বোর্ডটিও উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত দলিতদের নিম্ন দৃষ্টিতে দেখারই ফলাফল। ডব্লুইএফ ২০২০-এর মতে সারা পৃথিবীর লিঙ্গ বৈষম্য সূচকের হিসাবে ১৫৩টি দেশের মধ্যে ভারতের স্হান ১১২। করোনা অতিমারীর প্রকোপে ভারতের স্হান আজ আক্রান্তের হিসাবে দ্বিতীয়তে। সারা দেশে যেখানে হাহাকার এবং বেকারত্ব নিজেদের মধ্যে রেষারেষি করে এগোচ্ছে সেখানে রাম রাজত্বের বিলাসবহুল প্রতিষ্ঠা যে কতখানি যুক্তিসঙ্গত তা বলার অপেক্ষা রাখে না। বোর্ডের উৎখাতের মাধ্যমে অগনিত মেহনতি মানুষের ভবিষ্যৎকে ধর্মের ধ্বজা উড়িয়ে কতদূর উন্নত করতে পারেন সেটাই এখন দেখার।
বিশেষ তথ্যসূত্রঃ শর্মিষ্ঠা চৌধুরী, এআইআরডব্লুও
Comments
Post a Comment