১২ই অক্টোবর থেকে অর্ডন্যান্স ফ্যাক্টরি বেসরকারিকরণের বিরুদ্ধে ধর্মঘট

রিপোর্টঃ রূপক গায়েন 

রাষ্ট্রীয় সংস্থাগুলি বিক্রির মুকুটে আরো একটি নতুন পালক যুক্ত করলো মোদী সরকার। অর্ডন্যান্স ফ্যাক্টরিস বোর্ড বা OFB-র বেসরকারিকরণের উদ্যোগ শুরু হয় মে মাসে, করোনা মহামারীর আবহকালেই। এর ফলস্বরূপ সারা দেশে ৪১টি অর্ডন্যান্স ফ্যাক্টরির সঙ্গে যুক্ত প্রায় ৮২০০০ হাজার কর্মীর ভবিষ্যৎ আশঙ্কার মধ্যে চলে যায়। অল ইন্ডিয়া ডিফেন্স এম্পলয়িস ফেডারেশানের (AIDEF) প্রেসিডেন্ট শ্রীকুমার বাবু জানান ১২ই অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত কর্মী সংগঠনের মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান যে সরকারী তরফে কোনো আশ্বাস নয় বরং এই বেসরকারীকরণের প্রক্রিয়া তুলে দেওয়াই তাদের দাবিদাওয়ার মূল বিষয়।

অতীতে দেখা গেছে যেসব সরকারী সংস্থা পাবলিক -প্রাইভেট পার্টনারশিপে (PPP) গেছে, সেগুলি যদিবা কোনো কারণে মুখ থুবড়ে পড়ে, সরকার সেই সংস্থার পুনরুজ্জীবনের জন্য কোনো প্রকার ব্যবস্থা নেয় না। ২০০০ সালে তৈরী হওয়া সরকারী টেলিকম সংস্থা  BSNL-এর কর্মীদের বর্তমান অবস্থা, এবং এই ঘটনায় সরকারের দায় ঝেড়ে ফেলার মতো এক দায়িত্বজ্ঞানহীন মনোভাব ডিফেন্স এমপ্লয়িদের মাথায় ভাঁজ ফেলেছে। 

যেদিন থেকে দেশের সরকার "আত্মনির্ভর ভারত"-এর প্রসঙ্গ তুলেছে, সেদিন থেকেই রাষ্ট্রীয় এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর বেসরকারিকরণে সরকার যেন আরো বেশি উদ্যত হয়ে উঠেছে। এ কেমন আত্মনির্ভরতা তবে, যেখানে সরকার নিজেই আত্মনির্ভর নয়। মূর্তি, মন্দিরের মদিরতায়  দেশবাসীকে ডুবিয়ে "মেক ইন ইন্ডিয়া"-র পোস্টারবয় বিদেশ থেকে লক্ষ কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান কিনে  ফলাও করে একপ্রকার বিশ্বজয়  করে ফেলার এক ন্যক্কারজনক প্রচার চালালেও OFB-র মতো সরকারী সংস্থাগুলো বিক্রি করে ফেলছে চুপিসারেই । 

Comments

Popular posts from this blog

ফ্যাসিবাদের উত্থানের যুগে সুবিধাবাদের রমরমা

কমিউনিস্ট পার্টি ও তেলেঙ্গানা আন্দোলনের মহিলা কর্মীরা : কমঃ শর্মিষ্ঠা চৌধুরীর কলমে

কেন্দ্র সরকারের ‘জাতীয় শিক্ষা নীতি’ – একটি শিক্ষা বিরোধী ইস্তেহার