এক নজরে কৃষি বিল...
রিপোর্টঃ সায়ন দেশের বেকারত্বকে নিয়ে কেন্দ্রীয় সরকার চিন্তিত না হলেও, খেটে খাওয়া গরীব মানুষের উপর কিভাবে শোষণ প্রক্রিয়া অব্যাহত রাখা যায় সে সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবহাল এবং চিন্তিত। দেশের প্রতিটা মানুষ করোনার মরু ঝড়কে কাটিয়ে ওঠার যখন প্রবল চেষ্টা করছে, বিশেষত খেটে খাওয়া মানুষেরা, সে সময়তেই তিনটি কৃষি বিল পাশ করিয়ে কর্পোরেটদের হাত শক্ত করছে মোদী সরকার। এই কৃষি বিলগুলিকে অর্থমন্ত্রী সীতারমন যতই কৃষকদের স্বার্থে গঠিত বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করুক, সারা দেশে কৃষকদের ব্যাপক আন্দোলন বুঝিয়ে দিচ্ছে যে মোদী সরকার মিথ্যাচার ছাড়া দেশের মানুষকে আর কিছুই দিচ্ছে না। রাজনৈতিক চাপানউতোর এবং কথা চালাচালির মধ্যেই হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে এ বিলের প্রতিবাদে কৃষকরা রাস্তায় নেমেছ। করোনা সংক্রমনের শঙ্কা যে ক্ষুধার জ্বালা নিরাময়ের কাছে এভাবে পরাজিত হবে এবং মানুষ আন্দোলন এবং দাবী আদায়ের কারনে রাস্তায় নেমে আসবে সেটা হয়তো মোদী সরকার আন্দাজ করতে পারেনি। একনজরে দেখে নেওয়া যাক প্রধান দুটি অধ্যাদেশ যা বর্তমানে আইনে পরিবর্তিত হল: অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধন অনুযায়ী শস্য, ডাল, ভোজ্য তেল, চিনির মত...