সাতই নভেম্বর

বিমলকান্তি দাশগুপ্ত

০৭/১১/২০২০

আজ সাতই নভেম্বর।

আজ থেকে একশো চার বছর আগে এইদিনে, জোটবদ্ধ মজুর চাষী মিলে রুশ দেশে অস্বীকার করল রাজার শাসন। দখল নিল রাজপ্রাসাদের। কায়েম করল নিজেদের কানুন।

ঘোষণা ছিল---

সকলের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান। শিক্ষা স্বাস্থ্য আর কাম।

কথা রেখেছিল---

একটা পিছিয়ে পড়া, অধঃপাতে যাওয়া অপরের সম্পদ লুটে খাওয়া লোভী রাজার হতদরিদ্র দেশ সত্তর বছরের ব্যবধানে বিশ্বে সেরা স্থানের দখল নিল।


আজ

নিজের দিকে চেয়ে দেখি---

আমার দেশেও পড়ালেখা জানা বাবুরা নাড়া দিল---

বিদেশী ইংরাজ খেদাও। নিজের দেশ নিজে গড়ব। ভাত কাপড়ের দুঃখ ঘুচবে। দুবেলা গরম ভাত জুটবে। সবার কাজ মিলবে। দেশে সুখে থাকবে।

সুখের আশায় কিষাণ মজুর সামিল হল বাবুদের পিছনে। লড়াই দিল জান কবুল।

বিদেশী তো গেল অবশেষে।

সেও সত্তর বছর পার হয়ে গেছে।

এখন বলেন---

স্বচ্ছ ভারত গড়ব। স্বনির্ভর ভারত গড়ব।

হায়রে,---

এখন খুঁজি বিশ্বে তলার দিক থেকে কত উঁচুতে আছে।

আমার প্রাচীনতম সভ্যতার দেশ, অহংকার?

আমার জন্মভূমি, মাতৃভূমি। 


Comments

Popular posts from this blog

বর্তমান সময়ে বাম ঐক্যের প্রয়োজনীয়তা

Polemics on 'Fractured Freedom': C Sekhar responds to Kobad Ghandy's views

আম্বেদকরের চোখে - কেন ব্রাহ্মণ্যবাদ শাকাহারী পথ গ্রহণ করল? গো ভক্ষণ নিষিদ্ধকরণের সাথে অস্পৃশ্যতার কি সম্পর্ক রয়েছে?